বিনোদন ডেস্ক : অবশেষে বরফ গলে গিয়ে শাকিব খান-অপু বিশ্বাস সম্পর্কের জোড়া লাগছে। এদিকে আজ মঙ্গলবার বেলা তিনটা নাগাদ গণমাধ্যমে নতুন স্টেটমেন্ট দিয়েছেন শাকিব খান। পালটেছেন তার পুরনো সিদ্ধান্ত। দুপুরে শাকিব বলেন, ‘গতকাল মেজাজ খুব খারাপ ছিল বলে অনেক কথাই হয়তো বলেছি। কিন্তু এখন উপলব্ধি করছি ।’
শাকিব আরো খান বলেন, যাই ঘটে থাকুক না কেন চিত্রনায়িকা অপু আমার স্ত্রী আর আব্রাহাম আমারই সন্তান আর এটা আমারই সংসার। তাই আমাকে ওদের সঙ্গেই থাকতে হবে। তবে তিনি এও বলেছেন, অপুকে কেউ ভুল বুঝিয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করার চেষ্টা করেছে। এখন আমাদের সম্পর্ক স্বাভাবিক। গতকাল আমি রাগের মাথায় গণমাধ্যমে অনেক কথাই বলেছি।’
শাকিব খান বলেন, ‘যেহেতু বাচ্চাটা আমার, তো ওয়াইফতো আমারই হবে। সুতরাং বাচ্চা তো আর অবৈধ কিছু না। তাই আমার ওয়াইফও অবৈধ না। তবে এরকম একটা বিষয় আমার কাম্য ছিল না, অপুও হয়তো বুঝতে পারেনি। কিন্তু একটা চক্র হয়তো খুব ঠাণ্ডা মাথায় অপুকে উসকে দিয়ে কাজটা করিয়েছে এবং যারা উসকে দিয়েছে, আমি নিজেও জানি কারা তাকে উসকে দিয়েছে। এটা ভুল হয়েছে। অপু হয়তো এখন রিয়ালাইজ করছে, জিনিসটা আসলেই হয়তো ভুল হয়ে গেছে। আর আমি আমার ছেলেকে কখনো এভাবে দেখতে চাইনি। আর এভাবে দেখতে চাইনি বিধায় আমি হয়তো রাগের মাথায় অনেক কথা অনেক সময় বলে ফেলেছি।’
তিনি বলেন, গতকাল রাগের মাথায় তিনি অনেক কথা বলেছেন। প্রকৃত বিষয় হলো অপু আমার স্ত্রী আর আব্রাহাম আমার সন্তান। আমাদের মধ্যে কোনো সমস্যা নেই। ‘গতকাল হঠাৎ করেই আমার সন্তানকে টেলিভিশনে তাঁর মায়ের সঙ্গে এভাবে দেখে মাথা ঠিক রাখতে পারিনি। তাঁর প্রতি অভিমান হয়েছিল। তা ছাড়া সন্তানসহ ওকে টেলিভিশনে দেখার পর থেকে আমার কাছে অনেক ফোন আসা শুরু করে। নিজেকে নিয়ন্ত্রণ করতে পারিনি।’ সেটা আমার ক্ষেত্রেও, পৃথিবীর সব জায়গায় সবার ক্ষেত্রে, সব স্টারের ক্ষেত্রে কাজ করে।’ তিনি বলেন, ‘কালকের দিনটা আমার অনুকূলে ছিল না। দিনটা আমাদের ছিল না। নো প্রবলেম। ইনশাআল্লাহ সুন্দর দিনই আবার আজকে থেকে শুরু হয়ে যাবে।’
শাকিব খান বলেন, ‘অপু আমার সন্তানের মা, আমরা একসঙ্গে ছিলাম। খুব ভালোই ছিলাম। তিন দিন আগেও তো একসঙ্গে ঘোরাঘুরি করেছি। আমরা তো ভালোই ছিলাম। ভবিষ্যতেও আমি আমার সন্তানের মাকে নিয়ে ভালোভাবেই থাকব।’
সবশেষে শাকিব বলেন, ‘আসলে যা কিছু আমার বিরুদ্ধে হয়েছে তা ছিল একটা গভীর ষড়যন্ত্র। সময় হলে আমি আমার পরিবারের বিষয়টি গণমাধ্যমকে জানাতাম।’ সবকিছু এখন স্বাভাবিক উল্লেখ করে শাকিব বলেন, এখন সামনে এগিয়ে যাওয়ার সময়।
আর এদিকে অপু বলেন, শাকিব যে তাকে এবং তার সন্তানকে গ্রহণ করে সবকিছু স্বাভাবিক বলে উল্লেখ করেছেন, এটা তার জন্য অনেক বড় পাওয়া।
তবে বারবার অপু বিশ্বাস বলেছেন, তিনি যা কিছু করেছেন নিজের সামাজিক স্বীকৃতি আর সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করেই করেছেন। কেউ ষড়যন্ত্র করে তাঁকে দিয়ে কিছু করাননি।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj