নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জ, সুনামগঞ্জ, সিলেটসহ অন্যান্য জেলার হাওর অঞ্চলে অকাল বন্যায় ফসলহানী ও কৃষক ক্ষতিগ্রস্ত হওয়ায় এ সকল হাওর অঞ্চলকে দুর্গত এলাকা ঘোষণার দাবিতে হবিগঞ্জ যুব এসোসিয়েশনের উদ্যোগে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ এপ্রিল) সকাল ১০টায় ঢাকায় বসবাসরত হবিগঞ্জসহ হাওর এলাকার বিপুল সংখ্যক নাগরিকবৃন্দ জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করেন।
মানববন্ধনে সভাপতিত্ব করেন হবিগঞ্জ যুব এসোসিয়েশন ঢাকার সভাপতি মো. সৈয়দ কামরুল হাসান। মানববন্ধনে সঞ্চালকের দায়িত্বে ছিলেন সাধারণ সম্পাদক মো. সেলিম মিয়া।
মানববন্ধনে বক্তারা বলেন, হাওর বাঁচলে কৃষক বাঁচবে, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। হবিগঞ্জ, সুনামগঞ্জ, সিলেট ও মৌলভীবাজার জেলার হাওর অঞ্চলকে দুর্গত এলাকা ঘোষণা করতে হবে। দুর্গত এলাকায় বাঁধ নির্মাণে মাস্টার প্ল্যান করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের স্থানীয় কর্মকর্তা, ঠিকাদারসহ সংশ্লিষ্ট দুর্নীতিগ্রস্থ ব্যক্তিদের বিচারের আওতায় আনতে হবে এবং দ্রুত কুশিয়ারা-সুরমা ও অন্যান্য অগভীর নদী খনন করতে হবে।
বক্তব্য রাখেন জালালাবাদ এসোসিয়েশন ঢাকা'র সাংস্কৃতিক সম্পাদক আ ফ ম সিরাজুল ইসলাম শামীম, জালালাবাদ এসোসিয়েশন ঢাকা'র নির্বাহী সদস্য আব্দুল মজিদ চৌধুরী মিন্টু, তুহিন চৌধুরী, কামরুজ্জামান নয়ন, সৈয়দ দিলাল, মোক্তাদির ইবনে ছালাম, উজ্জল চৌধুরী, দেওয়ান ইমরান রাজা, সুবীর দেব, হাফিজুর রহমান, আব্দুর রহিম, আব্দুর রউফ প্রমুখ।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ বশীর আহমদ, মাহবুবুল আলম মালু, মুজিবুর রহমান খান, আব্দুর সবুর সাদেক, এডভোকেট ফয়েজ আহমেদ, পারভেজ চৌধুরী, আব্দুল আউয়াল ভুইয়া, কুতুব উদ্দিন সোহেল, শফিকুল ইসলাম, সাইদুল হক জয়, মো. জাকির হোসেন, এডভোকেট সাদেক তালুকদার, কমল পাল, আব্দুল মুকিতসহ অসংখ্য হাওর এলাকার নাগরিকবৃন্দ।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj