ছনি চৌধুরী,(হবিগঞ্জ) নবীগঞ্জ প্রতিনিধি ॥
ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় রাস্তা পারাপার হওয়ার সময় বাস চাপায় এক বৃদ্ধ মহিলা নিহত হয়েছেন । জানাযায়, সোমবার দুপুর ১২টার সময় ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলায় ঐতিহ্যবাহী পাহাড়ি অঞ্চল দিনারপুর পরগণার দেবপাড়া ইউনিয়নের দেবপাড়া গ্রামের মৃত শকই উল্লার স্ত্রী শারফুল বিবি(৭০) ঢাকা-সিলেট মহাসড়ক পারাপার হচ্ছিলেন এসময় ঢাকা-থেকে ছেড়ে আসা সিলেটগামী দ্রুতগতির ইউনিক পরিবহণের বাস ঢাকা মেট্রো ব (১৪-৪৫৫৬) বৃদ্ধা মহিলা শারফুল বিবি(৭০) মারাত্মক ভাবে ধাক্কা দিলে রাস্তার পাশে ছিটকে পড়েন তিনি । এসময় গুরুতর হন শারফুল বিবি ।এসময় স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় বৃদ্ধ মহিলা উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তী করেন । পরে ৪ঘন্টা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ার পর চিকিৎসাধীন থাকা অবস্থায় বিকাল ৪টার দিকে মৃত্যু হয় বৃদ্ধ শারফুল বিবির। এদিকে ইউনিক পরিবহণের বাস ও চালকে দেবপাড়া বাজার ব্যবসায়ী সমিতির জিম্মায় রাখা হয়েছে । এবিষয়ে দেবপাড়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ইকবাল মিয়া শারফুল বিবির মৃত্যুর নিশ্চিত করে জানান, বাস ও চালক আমাদের জিম্মায় রয়েছে । গ্রাম্য শালিশের মাধ্যমে এই বিষয়টা নিষ্পত্তি করা হবে । শারফুল বিবির মৃত্যুতে দিনাপুর পরগনাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে ।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj