স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার শায়েস্তাগঞ্জ থানাধীন অলিপুরে বেড়েই চলছে চাঁদাবাজি। গোপনে-প্রকাশ্যে চলছে বহুমুখী চাঁদাবাজি। চাঁদাবাজিতে দিশেহারা হয়ে পড়েছে সমাজের সর্বস্তরের মানুষ। চাঁদাবাজদের প্রধান টার্গেট অলিপুরে অবস্থিত প্রাণ-আরএফএল গ্রুপসহ বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীরা।
দিন যতই যাচ্ছে চাঁদাবাজি তত দিন দিন বেড়ে চলছে। কয়েকজন নারী শ্রমিক জানান,আমরা যখন মাসের বেতন নিয়ে রাস্তা দিয়ে যাই তখন কয়েকজন ছেলে মোটরসাইকেল দিয়ে পথরোধ করে ছুরি দেখিয়ে কাছে থাকা আমাদের বেতনের টাকাগুলো নিয়ে যাওয়ার চেষ্ঠা করে।কোন কোন সময় জীবনের ভয়ে টাকাগুলো চাঁদাবাজদের হাতে তুলে দেই। না দিলে বলে মেরে পেলবে,আমরা কি করব ভাই?আমাদেরত সংসার আছে ছেলে-মেয়ে আছে বৃদ্ব মা-বাবা আছে ঘরে।সাড়ামাসে কাজ করে আমরা কতই বা পাই? আমরা গরিব এত কষ্টের টাকাটা যদি তারা নিয়ে যায় আমরা কি দিয়ে বাচব ভাই।
ইতোপূর্বে,গত ১৩ মার্চ অলিপুরে অবস্থিত হবিগঞ্জ ইন্ড্রাষ্ট্রিয়াল পার্কে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় হবিগঞ্জ ইন্ড্রাষ্ট্রিয়াল পার্কের জেনারেল ম্যানেজার এইচ এম মঞ্জুরুল হক জানান,অলিপুর এবং তার আশপাশ এলাকার গুটি কয়েক চিন্থিত প্রভাবশালী লোক ও তাদের সাঙ্গপাঙ্গরা সশস্ত্র অবস্থায় প্রতিনিয়তই পার্ক এড়িয়ায় শুধু ঘোরাফেরা করেনা বরং মাতাল হয়ে এই ক্যাম্পাসেই অবস্থিত কর্মকর্তা-কর্মচারীদের বাসভবনে গিয়ে দরজায় দাবরিয়ে হুমকি দিয়ে বলছে, চাঁদা না দিলে কোন কর্মকর্তা-কর্মচারী থাকতে পারবে না। শুধু তাই নয়, সন্তানদের মান-ইজ্জত যাওয়া নিয়েও ওরা অশ্লীল উক্তি ছুড়তে দ্বিধাবোধ করছে না।
তিনি আরো বলেন, আমরা ব্যবসার জন্য এসেছি ঠিকই। কিন্তু সবার আগে এই কোম্পানীর মূল চাওয়া সংশ্লিস্ট এলাকার বেকার মানুষদেরকে কর্মসংস্থান সৃষ্টি সহ নানা পর্যায়ে আর্থিক সহায়তার পথ প্রশস্থ করে শিক্ষা সহ নানা ক্ষেত্রে অবদান রাখা।তিনি এ সময় আইন শৃঙ্খলাবাহিনীসহ সাংবাদিকদের হস্তক্ষেপ কামনা করেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj