নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জের সীমান্ত এলাকা থেকে অর্ধকোটি টাকার মাদক উদ্ধার করেছে বিজিবি। গত ৬ মাসে জেলার মাধবপুর ও চুনারুঘাট উপজেলার সীমান্ত এলাকা থেকে এসব মাদক উদ্ধার করা হয়। বিগত ৬ মাসে আটককৃত হবিগঞ্জ ও মৌলভীবাজারের সীমান্ত থেকে ৪ হাজার ৩ শ৭৫ বোতল বিদেশী বিভিন্ন প্রকার মদ, ৬৬ লিটার দেশী মদ, ৪ শ ৫৪ বোতল ফেন্সিডিল ৭৮ বোতল কোরেক্স, ৩ শ ৭৫ কেজি গাঁজা, ৯৩৫ গ্রাম হিরোয়িন ও ১৭ বোতল বিয়ার ধংশ করা হয়। যার আনুমানিক মূল্য ৯৯ লাখ ৬ হাজার ৪ শ ৫০টাকা। এর মধ্যে হবিগঞ্জ সীমান্ত থেকে উদ্ধার করা মাদক দ্রব্যের মধ্যে রয়েছে ২ হাজার ৫৬২ বোতল ভারতীয় মদ, ১৭ বোতল বিয়ার, ৩৬০ বোতল ফেনসিডিল, ২৭ লিটার চোলাই মদ ও ৩১৪ কেটি গাঁজা রয়েছে। যার মূল্য ৫১ লাখ ৯শ’ টাকা।
বিজিবি সরাইল রিজিওন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ লতিফুল হায়দার সাংবাদিকদের এ তথ্য জানান।
এ সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল সেক্টর কমান্ডার কর্নেল মোঃ তারিকুল ইসলাম খান, লেঃ কর্নেল সাজ্জাদ হোসেন, লেঃ কর্নের নাসির উদ্দিন আহমেদ। এছাড়াও ৪৬,৫২,৫৫ বর্ডার গার্ড ব্যটিলিয়নের অধিনায়কবৃন্দ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা, কাস্টমস বিভাগের কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। একই সময়ে মৌলভীবাজার জেলার আটককৃত আরো ৪৮ লাখ ৭৫ হাজার ৫৫০ টাকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj