মনিরুল ইসলাম শামিম, বাহুবল থেকে: বাহুবল সদরসহ আশপাশ এলাকার লোকজন পল্লী বিদ্যুতের ভেলকিবাজীতে অতিষ্ঠ হয়ে উঠেছেন। টানা ২৪ ঘন্টা বিদ্যুৎবিহীন থাকার পর বুধবার রাত ৮ দিকে বিদ্যুতের দেখা মিললেও আসা-যাওয়ার ভেলকিবাজী বন্ধ হয়নি। এ অবস্থা চলছে কয়েক সপ্তাহ ধরেই। এতে এ অঞ্চলের লোকজনের বিদ্যুতিক যন্ত্রপাতি বিকল হওয়া ছাড়াও ব্যবসা-বাণিজ্য ও জনজীবনে স্থবিরতা দেখা দিয়েছে। বিদ্যুৎ কর্তৃপক্ষ বলছে একটি পাওয়ার ট্রান্সফরমার বিকল হয়ে পড়ায় বাহুবল সদরসহ আশপাশের এলাকায় বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে। কবে এ অবস্থা থেকে পরিত্রাণ পাওয়া যাবে- তা নিশ্চিত করে কেউ বলতে পারছে না।
মঙ্গলবার সন্ধ্যার পর বাহুবল উপজেলা সদরসহ আশপাশের এলাকার বিদ্যুৎ সঞ্চালন বন্ধ করে দেয়া হয়। মঙ্গলবার রাত এবং বুধবার সারাদিন ঝড়-বৃষ্টিতে আর বিদ্যুতের দেখা মেলেনি। এ অবস্থায় বাসা-বাড়ির ফ্রিজে রক্ষিত খাদ্য সামগ্রী পঁচন এবং অনেকের মোবাইল ফোন চার্জ না থাকায় অচল হয়ে পড়ে। দিনভর বিদ্যুৎ না থাকায় বাজারে অধিকাংশ ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা দেখা দেয়। সরকারি, বেসরকারি অফিস, ব্যাংক-বীমা প্রতিষ্ঠানগুলোতে দৈনন্দিন কাজকর্ম মারাত্মক ভাবে ব্যাহত হয়। বুধবার রাত ৮টার দিকে পূনরায় বিদ্যুতের দেখা পাওয়া গেলেও কয়েকঘন্টা ছিল তা আসা-যাওয়ার মাঝেই। এ অবস্থায় চলছে বিগত প্রায় ১৫ দিন ধরে। বিদ্যুতের এ ভেলকিবাজীর খেলায় স্থানীয় লোকজন অতিষ্ঠ হয়ে উঠেছেন। এ নিয়ে জনমনে বাড়ছে ক্ষোভ।
এদিকে, বুধবার সন্ধ্যায় হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি কর্তৃপক্ষ বাহুবল বাজারে মাইকযোগে বিদ্যুতিক গোলযোগের জন্য দঃখ প্রকাশ করে প্রচারণা চালায়। এ সময় জানানো হয় শায়েস্থাগঞ্জে একটি পাওয়ার ট্রান্সফরমার বিকল হওয়া পড়ায় কয়েক দিন ধরে বাহুবল সদরসহ আশপাশের এলাকায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সঞ্চালন ব্যাহত হচ্ছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj