আব্দুর রাজ্জাক রাজুঃ টানা ১ সপ্তাহ ধরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও ভারী বর্ষণে হবিগঞ্জের চুনারুঘাটের ১৬ টি ভাটার মালিকদের প্রায় কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ব্যাংক ঋন নিয়ে বিপাকে পড়ছেন অনেক ব্যবসায়ী। কাঁচা ইট কাটতে না পেরে শত শত শ্রমিকদের বসে বসে খাওয়াচ্ছেন ইট ভাটা মালিকরা।
গত শুক্রবার সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। শনিবার রাত থেকে সপ্তাহ জুড়ে রূপ নেয় ভারী বর্ষণে। । কাঁচা ইট পলিথিন দিয়ে ঢেকে রাখা হলেও সোমাবার রাতে দমকা হওয়ার সাথে ঝড় বৃষ্টিতে পলিথিনগুলি নষ্ট করে দিয়েছে। ভারী বর্ষণের ফলে আসামপাড়া এলাকায় প্রীতম ব্রিকস সহ কয়েকটি ইট ভাটা পানির নিচে তলিয়ে গেছে।
লক্ষ লক্ষ টাকা ব্যাংক ঋনের বোঝা মাথায় নিয়ে র্নিঘুম রাত কাটাচ্ছেন ভাটা মালিকরা।প্রীতম ব্রিকস এর মালিক রুবেল আহমেদ জানান,এ পর্যন্ত তার ১৬ লক্ষ টাকা লোকসান হয়েছে। ইকরা ব্রিকস এর মালিক মামুনুর রশীদ বলেন অপুরনীয় ক্ষতি হয়েছে তার ভাটায়,তবে আল্লাহর উপর ভরসা রাখছেন। মাত্র কয়কদিন আগে ইট ভাটার মৌসুম শুরু হয়। ইট কাটার স্থান শুকিয়ে খলা তৈরি করে স্থান প্রস্তুত করে সব ইট ভাটায় পুরোদমে ইট কাটা শুরু হয়ে বেশ কয়েকটি ইট ভাটায় আগুনও জ্বালিয়ে দেয়া হয়েছে। আগুন দিয়েও ইট ভাটার মালিকরা পড়েছে বেকায়দায়। গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে তারা চেম্বার দিতে পারছে না।
রেজার লোকজন খলা থেকে কাঁচা ইট এনে সাজাই দিতে না পাড়ার কারণে আগুন বন্ধ হওয়ার উপক্রম। প্রতিটি ইট ভাটায় প্রায় ২’শত শ্রমিক কাজ করছে। শ্রমিকদের কাজ না থাকায় মালিকরা পড়েছেন মোটা অংকের লোকসানে। কাজ ছাড়াই তাদেরকে দিতে হচ্ছে সাপ্তাহিক খোরাকী। উপজেলার কয়েকটি ক্ষতিগ্রস্থ ইট ভাটা ঘুরে দেখা যায় ইট তৈরির মৌসুমের শুরুতেই বৈরি আবহওয়ার কারণে মালিক ও শ্রমিকরা অলস সময় কাটাচ্ছেন।
ইট ভাটার মালিকরা জানান, প্রত্যেক মৌসুমে এসব ভাটায় কয়েক দফায় ইট তৈরি করা হয়। সে অনুযায়ী প্রতিটি ভাটায় বছরে ৫০ থেকে ৫৫ লাখ ইট তৈরী করে থাকে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj