নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের হরিধরপুর গ্রাম্য মন্দিরে শ্রী শ্রী শিব চতুর্দশী উৎসব উপলক্ষে গত ১৭ই ফেরুধয়ারী মঙ্গলবার দিন ব্যাপী শিব পুজা, গীতা পাঠ ও নাম যজ্ঞ অনুষ্টান অনুষ্টিত হয়।
হবিগঞ্জ-সিলট সংরক্ষিত আসনের সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীর অর্থায়নে উক্ত অনুষ্টানে পৌরাহিত্ত করেন মতিলাল ভটধাচার্য ̈ ও শুভাষ চন্দধ ভটধাচার্য ̈। নাম যজ্ঞ পরিচালনা করেন পংকজ কুমার ভটধাচার্য ̈। শিব মন্দির পরিচালনা কমিটির সভাপতি ধীরেশ রজ্ঞন ধর এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দীপ্তেন্দু দাশ ̧প্ত’র পরিচালনায় অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আলমগীর চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বাউসা ইউপি চেয়ারম্যান আনোয়ারুর রহমান, দেবপাড়া ইউপি চেয়ারম্যান এড. মাসুম আহমদ জাবেদ, আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু সিদ্দিক, বিশিষ্ট সমাজ সেবক অবনী মোহন দাশ ও সাবেক ইউপি মেম্বার হারুন মিয়া।
অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন দীপকেন্দু দাশ গুপ্ত, বিপুল রজ্ঞন ধর, রাখাল চন্দধ দাশ, প্রবির চন্দধ ভটধাচার্য ̈, সুশীতল রায়, দ্বীজেন্দধ রায় মহাদেব, কৌশিক বিশ্বাস, গৌরা১⁄২ দাশ, পিন্টু দত্ত, নান্টু দত্ত, অমুল ̈ দাশ, সুধীর দাশ, বিধান রজ্ঞন ধর, রানা দেব, সুভাষিশ ধর, পূণ ̈বধত ধর, কাজল ঘোষ, হিমাংশু রায়, দীনবন্দু রায় ও বিভু আচার্য ̈ প্রমূখ। অনুষ্টানের প্রধান অতিথি তার বক্তিত্যায় উক্ত মন্দিরের অসমাপ্ত সীমানা প্রাচীর সম্পন্ন করার প্রতিশ্রুতি দেন।
স্থানীয় চেয়ারম্যান অনুষ্টানের বিশেষ অতিথি চলতি অর্থ বছরের মধ্যে মন্দিরের মাঠে মাটি ভরাটের আশ্বাস দেন। অনুষ্টানে মন্দির পরিচালনা কমিটির সভাপতি বাধ্য জনিত কারনে সভাপতির পদ থেকে অব্যাহতি নেয়ার ঘোষনা দিলে কমিটির সাধারণ সম্পাদকসহ সদস্যরা তাকে আজীবন কমিটির সভাপতির দায়িত্ব পালনের অনুরুধ জানান।
এ ছাড়া বিশেষ অতিথি অবনী মোহন দাশ ৭৫ হাজার টাকা ব্যয়ে মন্দিরে রং দিয়ে সৌন্দয ̈ বর্ধিত করায় কমিটির পক্ষ থেকে তাকে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। অনুষ্টানের শুরুতেই কমিটির সভাপতি ধীরেশ রঞ্জন ধর অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj