এস এইচ টিটু : মানসম্মত শিক্ষা, জঙ্গিবাদ দমন, মাদকদ্রব্যের অপব্যবহার নিয়ন্ত্রণে জনসচেতনতা সৃষ্টি, নারী ও শিশু নির্যাতন রোধ, যৌতুক নিরোধ এবং বাল্য বিবাহ নিরোধের লক্ষ্যে হবিগঞ্জ সদর উপজেলার ৭নং নূরপুর ইউনিয়নের জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা করেছেন হবিগঞ্জের জেলা প্রশাসক সাবিনা আলম।
সোমবার দুপুরে ৭নং নূরপুর ইউনিয়ন পরিষদ হল রুমে অলক কুমারের পরিচালনায় এবং ইউপি চেয়ারম্যান আলহাজ্ব গোলাম কিবরিয়া চৌধুরী বেলালের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জের জেলা প্রশাসক সাবিনা আলম।
প্রধান অতিথির বক্তব্যে বলেন,সমাজে মাদকাসক্তদের কোন জায়গা নেই। সবাই মিলে নিজ নিজ জায়গা থেকে কাজ করলে সমাজকে মাদকমুক্ত করা সম্ভব।জনপ্রতিনিধিদের পাশাপাশি সাধারণ জনগন এগিয়ে এলে কোন কিছু অসম্ভব না।
তিনি আরও বলেন,মাদক একটি পরিবার তথা সমাজকে ধ্বংস করে দেয়। মানসম্মত শিক্ষার পাশাপাশি পরিবারের সদস্যদেরকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলতে হবে। জঙ্গিবাদ দমনে বাংলাদেশ আজ বিশ্বের কাছে রোল মডেল হিসেবে পরিচিতি লাভ করেছে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ সদর উপজেলা নিবার্হী অফিসার এটি এম আজাহারুল ইসলাম,শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত অফিসার মাসুদা বেগম।
এছাড়া আরো বক্তব্য রাখেন, সমাজ সেবক আদিল হোসেন জজ মিয়া,ইউপি সদস্য আসকির মিয়া,নুরুল ইসলাম এংরাজ,সজীব চৌধুরী,ইমাম কদ্দুসী নুরী,খুসবা বেগম প্রমুখ।
উক্ত মতবিনিময় সভায় শিক্ষক,জনপ্রতিনিধি,সাংবাদিক,ইমাম,মুক্তিযোদ্ধা,বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,ইউপি সদস্যসহ এলাকার শতাধিক জনসাধারণ উপস্থিত ছিলেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj