নবীগঞ্জ(হবিগঞ্জ) প্রতিনিধি :হবিগঞ্জের নবীগঞ্জ শহরের প্রাণ কেন্দ্র ওসমানী রোডস্থ টেকাদিঘীর বয়লার মিলের কালো ধুয়ায় আশপাশ এলাকার বাসা-বাড়িসহ বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্টান হুমকীর সম্পুখিন হয়ে পড়েছে। পাশাপাশি এই ধুয়ার কারনে পরিবেশ দুষিত হওয়ায় জনস্বাস্থ্যও হুমকির মুখে রয়েছে। দেখা দিয়েছে নানা রোগ ব্যধি। প্রায় ১ মাস পুর্বে ক্ষতিগ্রস্থ নাগরিক সমাজের পক্ষে পৌরসভার মেয়র বরাবরে আবেদন করার পরও কোন প্রতিকার না হওয়ায় ক্ষুব্ধ আবেদন কারীরা সংক্রান্ত একটি সংবাদ বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হওয়ায় অবশেষে বয়লার মিল মালিক পক্ষ থেকে নোটিশ প্রদান করেছে নবীগঞ্জ পৌরসভা। গত ১২ ফের্রুয়ারী পৌর মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরীর স্বাক্ষরিত উক্ত নোটিশে স্ব শরীরে হাজির হয়ে উপরোক্ত বিষয়ে বক্তব্য প্রদানের জন্য বলা হয়েছে।
আবেদন সুত্রে জানাযায়, দীর্ঘদিন ধরে নবীগঞ্জ শহরের ওসমানী রোডস্থ টেকাদিঘীর স্বত্ত্বাধিকারী আব্দুর রব ওই স্থানে আবাসিক এলাকা বেষ্টিত এলাকায় একটি অটো রাইস মিল এন্ড বয়লার মিল গড়ে তোলেন। এতে মারাত্বক ভাবে প্রাকৃতিক পরিবেশ দুষিত হচ্ছে। ফলে প্রতিদিনের কালো ধুয়ায় পাশ্ববর্তী বাসা-বাড়ি, মসজিদ, মাদ্রাসাসহ বিভিন্ন প্রতিষ্টান এবং পথচারীদের জনস্বাস্থ্য হুমকির সম্পুখিত হয়ে পড়েছে। এর বিষক্রিয়ায় বিভিন্ন জাতের বনজ ও ফলজ বৃক্ষের ব্যাপক ক্ষতি সাধিত হচ্ছে। এছাড়া উক্ত বয়লার মিলের কালো ধুঁয়া ও ছাই দ্বারা নিকটবর্তী ইব্রাহিম মসজিদের মিনার কলো ছাইয়ে নষ্ট হচ্ছে। প্রতি সপ্তাহে মসজিদ কর্তৃপক্ষ মিনারে রং লাগিয়ে এর পরিচর্য্যা করছেন। অযু ও গোসলের জন্য ব্যবহৃত পুকুরের পানি ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। হুমকীর মুখে পড়েছে শিক্ষার পরিবেশ। প্রাকৃতিক পরিবেশ দুষনের ফলে আশপাশের বাসা-বাড়ির শিশু-কিশোরসহ মানুষের শরীরে নানা রোগের সৃষ্টি হচ্ছে বলেও অভিযোগে প্রকাশ। এ ব্যাপারে মসজিদ কমিটি ও বিভিন্ন আবাসিক এলাকার ক্ষতিগ্রস্থ বাসিন্দাদের পক্ষে পৌর মেয়র বরাবরে আবেদন করা হয়েছিল মাস খানেক পুর্বে। এ সংক্রান্ত একটি সংবাদ গত ৭ই ফের্রুয়ারী পত্রিকায় প্রকাশিত হলে পৌর সভার নজরে আসে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj