দৈনিক শায়েস্তাগঞ্জ ডেস্ক : শায়েস্তাগঞ্জে বর্জ্য পরিষ্কারে চরম অব্যবস্থাপনা দেখা দিয়েছে। শায়েস্তাগঞ্জ পৌর এলাকার বিভিন্ন স্থান ঘুরে দেখা যায়, পরিচ্ছন্ন কর্মীরা যত্র তত্র ময়লা আবর্জনা ফেলে দায়সাড়া ভাবে তাদের দায়িত্ব পালন করছেন।
শায়েস্তাগঞ্জ উপস্বাস্থ্য কেন্দ্র, রেলওয়ে মসজিদের দক্ষিন পাশে সহ আরো বেশ কিছু জায়গার ময়লা ফেলে রাখার কারণে দুর্গন্ধ ও পরিবেশ দূষনের সৃষ্টি হয়েছে। সরেজমিনে পর্যবেক্ষণে দেখা যায়, মূল রাস্তার পাশের ড্রেন ব্যাতিত আর কোন ড্রেনই নিয়মিত পরিষ্কার করা হয় না।
এতে ভোগান্তিতে পরছেন সাধারণ জনগণ। এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ পৌরসভার একজন কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি স্বীকার করে নেন। পর্যাপ্ত পরিচ্ছন্ন কর্মী’র অভাবে এই অব্যবস্থাপনার সৃষ্টি হয়েছে বলেও তিনি জানান। তবে এই সংকট নিরসনে স্বাস্থ্য বিভাগের লোকদের নিয়মিত পর্যবেক্ষনের দায়িত্ব দেয়া হয়েছে। অচিরেই এই সমস্যা কেটে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন, কিন্তু আজও এর কোন ব্যবস্থা নেওয়া হয়নি।
এ দিকে, শায়েস্তাগঞ্জ পৌর এলাকার দাউদনগর বাজার হইতে ড্রাইভার বাজার প্রযন্ত সড়কটি যেন ডাস্টবিনে পরিণত হয়েছে। ময়লা আবর্জনার স্তুপ থেকে ছড়াচ্ছে দুগন্ধ। পৌরসভার নির্দিষ্ট কোন ডাস্টবিন না থাকায় পৌর এলাকায় ময়লা আবর্জনা ফেলে রাখে যেখানে সেখানে। রাস্তার পাশে ময়লা ফেলে রাখার কারণে বৃষ্টির পানি জমে থাকে রাস্তার উপরে। যা দেখার জন্য কেউ নেই। প্রতিদিন শতশত মানুষ ওই রাস্তার পাশ দিয়ে আসা যাওয়া করে। কিন্তু ময়লা আবর্জনার গন্ধে চলাচল করতে অসুবিধা হচ্ছে পথচারীদের।
উল্লেখ্য, দাউদনগর বাজার, পুরান বাজার, আলীগঞ্জ বাজারের ভেতরে ড্রেনগুলির অবস্থাও খুবই করুণ। ময়লা আর্বজনা ফেলে ড্রেনগুলো বন্ধ হয়ে গেছে। বাজারের আশপাশের ্এলাকায় ড্রেনগুলো থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। এসব ময়লা আবর্জনা রাস্তার উপর থেকে সড়িয়ে নেয়ার জন্য পৌরসভার কাছে দাবী জানিয়েছে এলাকাবাসী,কিন্তু কে শুনে কার কথা।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj