মোঃ জামাল হোসেন লিটন,চুনারুঘাট (হবিগঞ্জ) থেকে: হবিগঞ্জের চুনারুঘাটের কৃতি সন্তান শ্রম আপীল ট্রাইব্যুনালের চেয়ারম্যান পদে নিয়োগ চূড়ান্ত করেছে সরকার, গত বছর ৬ জুলাই থেকে এ পদটি খালি রয়েছে। নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক আইন সচিব ও বাংলাদেশ সুপ্রিম কোর্ট্রের সাবেক বিচারপতি মোঃ আব্দুল হাই। রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় এই নিয়োগর প্রজ্ঞাপন জারী করেন।
আইন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বিচারপতি মোঃ আব্দুল হাই ইপিসিএস ১৯৭০ ব্যাচে মুন্সেফ হিসেবে সরকারি চাকরিতে যোগদান করেন। বিভিন্ন পদে সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন শেষে তিনি ১৯৮৬ সালে জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি লাভ করে ঝালকাঠী, গাইবান্ধা ও নরসিংদী জেলার দায়িত্ব পালন করেন। পরবর্তীতে পদোন্নতি পেয়ে প্রশাসনিক আপীল ট্রাইব্যুনালের সদস্য (বিচার) পদে ১৯৯৫ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন।
পরে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ে যুগ্ম-সচিব ও অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ২৫ মে ২০০০ তারিখ হতে ২০০১ সালে বাংলাদেশ সুপ্রিম কোর্ট্ররে হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগের আগে পর্যন্ত আইন সচিবের দায়িত্ব পালন করেন। তিনি বিগত বিএনপি-জামাত জোট সরকারের আমলে বাদ পড়া ১০ বিচারপতির একজন।
বিচারপতি মোঃ আব্দুল হাই ১৯৪৪ সালে হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার আইতন গ্রামে জন্ম গ্রহণ করেন। তিনি দামপত্য জীবনে ২ পুত্র সন্তানের জনক। তাঁর বড় ছেলে মোঃ আরিফুল হাই রাজীব বাংলাদেশ আওয়ামী লীগ, কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক ও ছোট ছেলে ব্যারিস্টার মোঃ ইমরানুল হাই সজীব বাংলাদেশ সুপ্রিম কোট্রের্র আইন পেশায় নিয়োজিত রয়েছেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj