নবীগঞ্জ থেকে সংবাদদাতা: হবিগঞ্জের নবীগঞ্জের পানিউমদা ইউনিয়নের টঙ্গী টিলা পাহাড়ে হযরত শাহজালাল (র.) এর অন্যতম সঙ্গী খাজা শাহ দাউদ(র.) ও তার সঙ্গী সৈয়দ শাহ আলী হায়দর (র.) এর বার্ষিক ওরস অনুষ্ঠিত হয়েছে। হরতাল-অবরোধ উপেক্ষা করেও সেখানে লাখো ভক্তের সমাগম ঘটে।
বার্ষিক ওরস উপলক্ষে হবিগঞ্জের বিভিন্ন স্থান থেকে ভক্ত ও আশেকানরা উপস্থিত হন।
হবিগঞ্জের বাহিরে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজর, বি-বাড়ীয় ও কিশোরগঞ্জ থেকেও আসে ভক্তরা। ওরস উপলক্ষে নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধুরী, নবীগঞ্জ পৌরসভার মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম, হবিগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক খোয়াই সম্পাদক শামীম আহছান, হবিগঞ্জ এক্সপ্রেস সম্পাদক ফজলুর রহমান, প্রেস ক্লাবের সাবেক সভাপতি হারুনুর রশিদ চৌধুরী ও সাংবাদিক অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান টঙ্গী টিলায় যান।
ওরসে আখেরী মোনাজাত পরিচালনা করেন মাজারের মোতাওয়াল্লী সৈয়দ সৈয়দুর রহমান ছোট পীর সাহেব। ওয়াজ ও মিলাদ মাহফিল পরিচালনা করেন মুফতি সৈয়দ শাহ রিয়াজ এবং সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সৈয়দ শাহ দরাজ।
ওরস উপলক্ষে টঙ্গী টিলা পাহাড়ে মেলা বসে। শিশুদের জন্য নাগর দোলাসহ বিভিন্ন রাইডের ব্যবস্থা ছিল। বিভিন্ন কাফেলায় মারিফতি গান পরিবেশন করেন শিল্পীরা।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj