নিজস্ব প্রতিবেদক : সংসদ সদস্য ও হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির বলেন, জননেত্রী শেখ হাসিনা দেশের মানুষের কাছে দেওয়া ওয়াদা পুরণ করেছেন। ঘরে ঘরে বিদ্যুতের আলো পৌছে দিয়ে জনগণকে দেশের উন্নয়নের মূল শ্রোত ধারায় যুক্ত করেছেন।
বুধবার সদর উপজেলার শায়েস্তাগঞ্জ ইউনিয়নের কাজিরগাও, মরড়া ও ঢাকিজাঙ্গাল গ্রামে সাড়ে ৫ কিলোমিটিার বিদ্যুৎ লাইনের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সচিব বি ডি মিত্র, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ তালুকদার ইকবাল, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল মুকিত। হাজী নুরে আলম মঞ্জু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন শায়েস্তাগঞ্জ ইউনিয়ন চেয়ারম্যান বুলবুল খান, শানখলা ইউনিয়ন চেয়ারম্যান হাজী সবুজ মিয়া তরফদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ এমরান, বিশিষ্ট মুরব্বী মোঃ আব্দুল করিম, শফিউল আলম তালুকদার, শামীম আহমেদ, সাদেক মিয়া, শেখ জামাল মিয়া, সাইফুল ইসলাম প্রমুখ।
হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির অধীনে ৭৬লাখ ৮৭হাজার টাকা ব্যয়ে নির্মিত এই সংযোগের মাধ্যমে ২৪১টি পরিবার বিদ্যুৎ সুবিধা পেলো।
প্রধান অতিথি আরো বলেন, দেশের মানুষ আজ শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে উন্নয়নের রোল মডেল তৈরী করছে। শিল্প কারখানার উন্নয়নের পাশাপাশি বেকারত্ত্বের অভিশাপ থেকে মুক্ত দেশের মানুষ আজ নতুন করে স্বপ্ন দেখছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান একটি সুখী সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন, তার সেই স্বপ্ন আজ জননেত্রী শেখ হাসিনার হাত ধরে বাস্তবায়ন হচ্ছে। অনুষ্ঠান পরিচালনা করেন মোঃ আব্দুল আমীন দুলাল।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj