হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আন্তঃউপজেলা কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে হবিগঞ্জ জালাল স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন হবিগঞ্জ-৩ আসনের এমপি এডভোকেট মো. আবু জাহির।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সাবিনা আলম, পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক এমরান হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার আ স ম সামছুর রহমান ভূইয়া সামস, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সাধারন সম্পাদক অ্যাডভোকেট সুলতান মাহমুদ, বদরুল আলম, কোষাধ্যক্ষ অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান, প্রেসক্লাবের সাবেক সভাপতি ফজলুর রহমান, সাধারন সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, প্রবাসী নেতা মইনুল ইসলাম বুলবুল, জেলা ক্রীড়া সংস্থার সদস্য আজম উদ্দিন, অ্যাডভোকেট বিভৎসু চক্রবর্তী বিভুসহ প্রশাসনের কর্মকর্তাগণ।
উদ্বোধনী দিনে দুটি খেলা অনুষ্ঠি হয়। প্রথম খেলায় হবিগঞ্জ সদর উপজেলা ৫৮-৩১ পয়েন্টে লাখাই উপজেলাকে এবং দ্বিতীয় খেলায় চুনারুঘাট উপজেলা ৫৪-২১ পয়েন্টে মাধবপুর উপজেলা দলকে পরাজিত করে।
খেলা পরিচালনা করেন আব্দুল মোতালিব মমরাজ, শহিদুৃর রহমান লাল, নুরুল ইসলাম ও লিটন মিয়া।
উদ্বোধনী অনুষ্ঠানে এমপি অ্যাডভোকেট মো. আবু জাহির বলেন, হবিগঞ্জে এখন দুটি মাঠ আছে। অন্যান্য অবকাঠামোও গড়ে উঠছে। এখন প্রয়োজন আন্তর্জাতিক পর্যায়ের আয়োজনে নিজেদেও অবস্থান তৈরি করা। পাশাপাশি হবিগঞ্জে সকল খেলার জন্য ভাল খেলোয়াড় তৈরির দিকে নজর দেয়ার আহবান জানান তিনি। তিনি আরও বলেন, বর্তমান সরকার ক্রীড়া বান্ধব সরকার। সকল খেলার উন্নতিতে সরকার কাজ করছে। বিশেষ করে কাবাডি আমাদের জাতীয় খেলা। এই খেলার বিকাশ ঘটাতে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
বাংলাদেশ কাবাডি ফেযারেশনের উদ্যোগে ও জেলা ক্রীড়া সংস্থা এবং জেলা পুলিশ প্রশাসনের ব্যবস্থাপনায় টুর্নামেন্টে জেলার ৮টি উপজেলা দল অংশ গ্রহন করেছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj