স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ ক্রিকেটের পঞ্চম ম্যাচে আইসিসির সহযোগী সদস্য আয়ারল্যান্ডের কাছে ৪ উইকেটে হেরে গেছে ওয়েস্ট ইন্ডিজ।ওয়েস্ট ইন্ডিজকে ৪ উইকেটে হারাল আয়ারল্যান্ড।
ওয়েস্ট ইন্ডিজের করা ৩০৪ রানের জবাবে ৬ উইকেট হারিয়ে ২৫ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় আইরিশরা।
আয়ারল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৯২ রান করেন উদ্বোধনী ব্যাটসম্যান পল স্টার্লিং। এছাড়া এড জয়েস ৮৪ ও নিয়াল ও'ব্রায়েন ৭৯ রান করেন। মূলত এই তিন ব্যাটসম্যানের ব্যাটিং দৃঢ়তা ওয়েস্ট ইন্ডিজের বড় সংগ্রহকেও 'মামুলি' বানিয়ে ফেলে।
পুল 'বি'র ম্যাচটি সোমবার স্থানীয় সময় সকাল ১১টায় (বাংলাদেশ সময় ভোররাত ৪টা) নিউজিল্যান্ডের নেলসনের স্যাক্সটন ওভাল স্টেডিয়ামে শুরু হয়েছে।
বিশ্বকাপে নিজেদের প্রথম এই ম্যাচে আগে ব্যাট করতে নেমে লেন্ডল সিমন্সের শতকের ওপর ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩০৪ রান সংগ্রহ করেছে ওয়েস্ট ইন্ডিজ।
ক্যারিবীয়দের পক্ষে সর্বোচ্চ ১০২ রান করেন সিমন্স। এছাড়া ড্যারেন স্যামি করেন ৮৯ রান। মূলত এই দুই ব্যাটসম্যানের কল্যাণেই বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের সামনে বড় লক্ষ্য দাঁড় করাতে পেরেছে ওয়েস্ট ইন্ডিজ।
আয়ারল্যান্ডের পক্ষে ডকরেল তিনটি এবং কেভিন ও'ব্রায়েন, জন মুনি ও সরেনসেন একটি করে উইকেট পেয়েছেন।
সোমবার সকালে টসে হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ওয়েস্ট ইন্ডিজ। অষ্টম ওভারে পরপর দুই উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে যায় ক্যারিবীয়রা।
অষ্টম ওভারের তৃতীয় বলে আয়ারল্যান্ডের জন মুনির হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে যান উদ্বোধনী ব্যাটসম্যান ডোয়াইন স্মিথ। কেভিন ও'ব্রায়ানের বলে সাজঘরে ফেরার আগে তিনি করেন ১৮ রান।
স্মিথ সাজঘরে ফেরার পর ব্যাট করতে নামা ড্যারেন ব্রাভো একই ওভারের শেষ বলে রান আউটের শিকার হন। তিনি কোনো রান করতে পারেননি।
এরপর তৃতীয় উইকেট জুটিতে ক্রিস গেইল ও মারলন স্যামুয়েলস ৪৭ রানের জুটি গড়ে প্রাথমিক ধাক্কা সামাল দেন। তবে ২২ ও ২৪তম ওভারে এই দু'জনসহ মোট তিনজন ব্যাটসম্যান আউট হয়ে সাজঘরে ফিরে গেলে মাত্র ৮৭ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
জর্জ ডকরেলের করা ২১তম ওভারের তৃতীয় বলে কেভিন ও'ব্রায়েনের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন ক্রিস গেইল। তিনি করেন ৩৬ রান। একই ওভারের পঞ্চম বলে স্যামুয়েলসকে এলবিডব্লিউ'র ফাঁদে ফেলে সাজঘরে ফেরান ডকরেল। স্যামুয়েলস করেন ২১ রান।
এরপর ২৪তম ওভারে ফের বোলিংয়ে এসে দিনেশ রামদিনকেও তুলে নেন ডকরেল। এলবিডব্লিউ'র শিকার হয়ে সাজঘরে ফেরার আগে রামদিন করেন ১ রান।
এরপর ষষ্ঠ উইকেট জুটিতে ১৫৪ রান যোগ করে দলে স্বস্তি এনে দেন স্যামি ও সিমন্স। ৪৫তম ওভারের চতুর্থ বলে দলীয় ২৪১ রানে ড্যারেন স্যামিকে সাজঘরে ফেরত পাঠিয়ে জুটি ভাঙ্গেন আয়ারল্যান্ডের বোলার জন মুনি। তবে শতক থেকে মাত্র ১১ রান দূরে থাকা অবস্থায় ডকরেলের হাতে ক্যাচ দিয়ে স্যামি বিদায় নিলেও সিমন্স শতক পূর্ণ করেই ফেরেন। সরেনসেনের করা ইনিংসের শেষ ওভারের পঞ্চম বলে ডকরেলের হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে ১০২ রানে ঝলমলে এক ইনিংস খেলেন সিমন্স।
৩০৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৪তম ওভারে দলীয় ৭১ রানে আয়ারল্যান্ডের প্রথম উইকেটের পতন হয়। ওই ওভারের তৃতীয় বলে উদ্বোধনী ব্যাটসম্যান উইলিয়াম পোর্টারফিল্ডকে সাজঘরে ফেরত পাঠিয়ে ক্যারিবীয় শিবিরে প্রথম সাফল্য এনে দেন গেইল। উইকেটের পেছনে দিনেশ রামদিনের হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে পোর্টারফিল্ড করেন ২৩ রান।
এরপর ২৮তম ওভারে দলীয় ১৭৭ রানে আয়ারল্যান্ডের দ্বিতীয় উইকেটের পতন হয়। এবার আরেক উদ্বোধনী ব্যাটসম্যান পল স্টার্লিংকে উইকেটরক্ষকের ক্যাচ বানিয়ে সাজঘরে ফেরত পাঠান স্যামুয়েলস। অবশ্য সাজঘরে ফেরার আগেই ৯২ রানের এক অনবদ্য ইনিংস খেলেন স্টার্লিং।
স্টার্লিং আউট হওয়ার পর দলকে টেনে নিতে থাকেন এড জয়েস। ৪০তম ওভারে জেরেমি টেইলরের বলে ড্যারেন ব্রাভোর হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরার আগে তিনি করেন ৮৪ রান।
এরপর ৪২তম ওভারে টেইলরের বলে ব্রাভোর হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন অ্যান্ডি বালবার্নিও। তিনি করেন ৯ রান। ৪৪তম ওভারে আবারও আঘাত হানে টেইলর। এবার গেইলের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন উইলসন। তিনি করেন ১ রান।
পরের ওভারের প্রথম বলে নতুন ব্যাটসম্যান কেভিন ও'ব্রায়েন (০) রান আউট হয়ে গেলেও পথ হারায়নি আইরিশরা। নিয়াল ও'ব্রায়েন ঠাণ্ডা মাথায় দলকে পৌঁছে দেন জয়ের বন্দরে।
এবারের বিশ্বকাপ ক্রিকেটের আগের চার ম্যাচের সবগুলোতেই আগে ব্যাট করা দলগুলো ৩০০ বা তার বেশি সংগ্রহ দাঁড় করাতে সক্ষম হয়েছে। আর শেষ পর্যন্ত জয়ও পেয়েছে তারাই।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj