চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার দেওরগাছ ইউনিয়নের বাঘারুক গ্রামের সাহেববাড়িতে অবস্থিত খাজা সাইয়্যাদ ছাওয়াল শাহ (রহঃ) ৭৪তম ২ দিন ব্যাপী বার্ষিক ওরশ মোবারক গত ৯ মার্চ বৃহস্পতিবার থেকে শুরু হয়ে ১০মার্চ রোজ শুক্রবার সম্পন্ন হয়েছে।
উক্ত দরবার শরীফে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়ে মিলাদ মাহফিল, জিকির আজকার ও মারিফতি মুর্শিদী বাউল গান শিল্পীবৃন্দরা ২ দিন সারা রাত ব্যাপী গান গেয়ে হাজারো দর্শকদের মাতিয়ে রেখেছেন।
দূর দূরান্ত থেকে আগত ভক্তবৃন্দ আশেকান জাকেরান সহ অনেক মাজার ভক্ত লোকজনের সমাবেশ হয়।
রাত ৯টার সময় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন গদিনিশিন পীরজাদা শাহ সৈয়দ আব্দুর রশিদ ও মালেক মেম্বারের পরিচালনায় উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেওরগাছ ইউপি চেয়ারম্যান চৌধুরী শামছুন্নাহার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চুনারুঘাট অনলাইন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মাসুক আলী মাষ্টার, সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ ফারুক মিয়া, কালিকাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুদু মাষ্টার, প্রবাসী সাহেদ মিয়া, এস.আই সেলিম, এ.এস.আই দেলোয়ার ও এ.আস.আই সুমন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উক্ত ওরশে চুনারুঘাট থানার একদল পুলিশ সুষ্ঠু ও সুন্দরভাবে ২ দিন ব্যাপী সারা রাত্র ব্যাপী দায়িত্ব পালন করেছেন। ধর্মপ্রাণ ভক্তবৃন্দরা প্রতি বৎসরের ন্যায় এবারও ওরশে অংশগ্রহণ করেছেন। উক্ত ওরশ মোবারকে দেশের বিভিন্ন স্থান থেকে আশেকান জাকেরান ভক্তবৃন্দরা উপস্থিত ছিলেন। শেষ রাতে হাজী আলিম উল্লা মাদ্রাসার প্রিন্সিপাল এ.কে আফছার উদ্দিন তালুকদার আখেরী মোনাজাত করেন। মোনাজাত শেষে শিরনি বিতরণের মাধ্যমে ওরশ মোবারকের সমাপ্তি ঘটে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj