মোঃ রহমত আলী, হবিগঞ্জ থেকে ॥ কৃষিপ্রধান হবিগঞ্জের বানিয়াচংয়ে নদী ও বিল সেচ দিয়ে পানি শুকিয়ে ফেলায় চলতি মওসুমে হাজার হাজার একর বোরো জমি হুমকির মুখে। ফলে কৃষকরা দিশেহারা হয়ে পড়েছে। সাধারণ মানুষের জীবনযাত্রা ব্যহত।
এছাড়া নদী লীজ দেয়ার কোন বিধান নেই সেহেতু লীজ দিয়ে পরিবেশ করা হচ্ছে বিপন্ন।
জেলার বানিয়াচং উপজেলার কুশিয়ারা নদীর শাখা নদী বাগহাতা নদী ৬ বছরের জন্য লীজ প্রদান করে জেলা প্রশাসন কাগাপাশা ইউনিয়নের জোনাকী মৎস্যজীবি সমবায় সমিতিকে। এরা মৎস্যজবী না হওয়া সত্বেও লীজ পেয়ে নদীর পানির প্রবাহ বন্ধ করে দেয় । নদীটি পাম্প দিয়ে শুকিয়ে ফেলে। এদিকে এ নদীর উপর নির্ভরশীল কয়েক হাজার মানুষ তাদের কৃষিকাজ, গোছলসহ দৈনন্দিন কাজ করতে পারছে না চমকপুর,বাঘহাতা, গাজীপুর,শান্তিপুর,মাকালকান্দি সহ বেশ কয়েকটি গ্রামের লোকজন।
এনিয়ে আদালতে মামলা দায়ের করেছেন এলাকার পক্ষে বাগহাতা গ্রামের মৃত সুন্দর আলী পুত্র মোঃ আসক আলী । ফলে এ নিয়ে এলাকাবাসী মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে । যে কোন সময় গ্রাম্য মারামারি লেগে যেতে পারে। পরিবেশবাদীরা বলছেন, নদী লীজ দেয়ার কোন বিধান নেই। তারপারও নদী শুকিয়ে ফেলে পরিবেশের বড় বিপর্যয় হবে। তাছাড়া পানির স্তর নীচে নেমে যাবে।
প্রশাসন বলছে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। এলাকাবাসীর দাবী লিজ বাতিল করে নদীর স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার। তাহলেই এলাকায় শান্তি ফিরে আসবে।
বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহ জানান, তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj