নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলার বদলপুর ইউনিয়নের পিটুয়ারকান্দি গ্রামে প্রতিপক্ষের ফিকলের আঘাতে আহত ইলিয়াছ কাঞ্চন (২৫) অবশেষে মৃত্যুবরণ করেছে।
সোমবার সকাল ৮টায় সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘ ২ মাস ১০ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে সে মারা যায়। সে ওই গ্রামের নুরুল ইসলামের পুত্র।
নিহতের স্বজনরা জানান, গত বছরের ২৬ ডিসেম্বর দুপুরে পূর্ব বিরোধের জের ধরে একই গ্রামের লিটন, সেলিম, মোস্তফা ও হেলাল মিয়াসহ একদল লোক ইলিয়াছকে রাস্তায় একা পেয়ে তার উপর হামলা চালায়। এ সময় তার শরীরের বিভিন্ন স্থানে ফিকল দিয়ে আঘাত করে।
আহত অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে এবং পরে আশংকাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
বিষয়টি আজমিরীগঞ্জ থানার ওসিকে অবগত করা হলে তিনি সদর থানাকে অবগত করেন। তখন লাশটি সদর থানা পুলিশ হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে ময়না তদন্তের জন্য।
এসআই পার্থ চক্রবর্তী লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেন। তিনি জানান, লাশের শরীরে বেশ কয়েকটি ফিকলের আঘাত রয়েছে। তবে ময়না তদন্ত রিপোর্ট ছাড়া কিছু বলা যাচ্ছে না।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj