সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, শায়েস্তাগঞ্জ থেকে ঃ বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ৩ নং এলাকার প্রার্থী সাংবাদিক মোঃ নওরোজুল ইসলাম চৌধুরী বিপুল ভোটে পরিচালক নির্বাচিত হয়েছে। জানা যায়, গতকাল রবিবার সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় ৬টি বুথে একটানা বিদ্যুৎ গ্রাহকদের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এ ভোট শায়েস্তাগঞ্জ পৌরসভা, শায়েস্তাগঞ্জ, নুরপুর, নিজামপুর, রাজিউড়া ও গোপায় ইউনিয়ন নিয়ে ৬ হাজার ২শত জন ভোটারের মধ্যে ৭২৮টি ভোট কাস্ট এবং এর মধ্যে ৩টি ভোট বাতিল হয়েছে। অপরদিকে গোপন বেলটের মধ্যেমে ৩ নং এলাকার পরিচালক পদে পুনরায় নির্বাচিত হন সাবেক বোর্ড সচিব ও শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবে সহ-সভাপতি সাংবাদিক মোঃ নওরোজুল ইসলাম চৌধুরী (বৈদ্যুতিক বাল্ব) ৩৪৫ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্ধি পরিচালক প্রার্থী শায়েস্তাগঞ্জ ডিগ্রী কলেজের কম্পিউটার শিক্ষক মোঃ আমিনুর রহমান সোহেল (চেয়ার) ৩০৭ ভোট ও সাপ্তাহিক হবিগঞ্জের খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক শাহ মোঃ হুমায়ূন কবির (ছাতা) ৯৩ ভোট পেয়েছেন। এদিকে গত ১৪ ই জানুয়ারি থেকে হপবিস পরিচালক ৩ জন প্রাথীরা প্রতীক পাওয়ার পর থেকেই ১ মাস যাবত হাট বাজার ও গ্রামঞ্চলে গিয়ে বিদ্যুৎ গ্রাহক ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাইছেন এবং গণসংযাগে প্রচারণা করে কেউ কারোর চেয়ে কম নেই। অপরদিকে গতকাল রবিবার সারাদিন ব্যাপী হবিগঞ্জের বিজ্ঞ এক্সিকিউটিব ম্যাজিষ্ট্রেট চাই থোয়াইহলা চৌধুরী নির্বাচন কেন্দ্রে পরিদর্শন ও ফলাফল ঘোষনায় উপস্থিত ছিলেন। এদিকে শায়েস্তাগঞ্জ থানার একদল পুলিশ নির্বাচন কেন্দ্রে সার্বিক নিরাপত্তার দায়িত্বে ছিলেন। এদিকে স্থানীয় সাংবাদিক ও বিদু্যূৎ উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ নির্বাচন কমিশন ভোট পরিচালনা করেন এবং ফলাফল ঘোষণা করেন এবং নির্চাচনে সার্বিক পরিচালনা করেন হপবিস কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj