ফখরুল আলম, বিশেষ প্রতিনিধি যুক্তরাজ্যে থেকে:- যুক্তরাজ্যের “ব্যাংগর বাংলাদেশী ওয়েলফেযার এসোসিয়েশন” এর আয়োজনে পালিত হয়েছে অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভা। একুশের চেতনাকে প্রবাসের মাঠিতে উৎজীবিত রাখতে বাংলা স্কুল প্রতিষ্টার প্রতিশ্রুতি প্রদান করেন সংগঠনের নেতৃবৃন্দরা।
প্রবাসের এই মাঠিতে আগামী প্রজন্মের কাছে বাংলা ভাষা কে বাঁচিয়ে রাখার আহব্বানের মধ্যে দিয়ে গত সোমবার রাতে ব্যাংগরের স্থানিয় একটি রেষ্টুরেন্টে ভাষা শহিদদের প্রতি বিন¤্র শ্রদ্ধা জানিয়েছে “ব্যাংগর বাংলাদেশী ওয়েলফেয়ার এসোসিয়েশন”।
সংগঠনের সভাপতি নূপুর খাঁনের সভাপতিত্বে এবং ছালিকুর রহমানের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্টিত একুশের তাৎপর্য শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জি.এস.সি ‘এর সাবেক সেন্ট্রাল চেয়ারপার্সন মনছব আলী জেপি।
সভায় ৫২ এর ভাষা শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিটি দাড়িয়ে নিরবতা পালন করা হয়।
শহিদদের প্রতি বিন¤্র শ্রদ্ধা জানিয়ে সভায় বক্তব্য রাখেন- কাউন্সিলার আব্দুল মুকিত খান, ব্যাংগর বাংলাদেশী ওয়েলফেয়ার এসোসিয়েশনের সহ সভাপতি এমদাদুর রহমান মুহিত, কাউন্সিলার মোহাম্মদ সুলতান, জি.এস.সি চেষ্টার ও নর্থ ওয়েলস রিজনের সহ সভাপতি আব্দুস ছালাম, সারারণ সম্পাদক জসিম উদ্দিন, ট্রেজারার কয়ছর মিয়া, মুক্তিযোদ্ধা সাব্বির আহমেদ, কমিউনিটি ব্যক্তিত্ব মানিকুর রহমান, রাজা মিয়া প্রমুখ।
সভায় ব্যাংগর বাংলাদেশী ওয়েলফেয়ার এসোসিয়েশনের আয়োজনে এবছর থেকেই বাংলা স্কুল চালু করার ও ঘোষনা দেন নেতৃবৃন্দরা। অনুষ্টানে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদি সহ নর্থ ইংল্যান্ডের বিভিন্ন শ্রেণি পেশার গুনিজনরা উপস্থিত ছিলেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj