নবীগঞ্জ প্রতিনিধি : অমর একুশে মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে একুশকে ধারণ করে জ্ঞান ভিত্তিক সমাজ বির্নিমানের প্রয়াসে প্রথমবারের মতো নবীগঞ্জ পৌরসভা আয়োজন করেছে ৩ দিন ব্যাপী একুশে বইমেলা। উক্ত অনুষ্টানকে ঘিরে নবীগঞ্জ শহরে উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে।
২৭ ফেব্রুয়ারি সোমবার বিকেলে বই মেলার ২য় দিনে অনুষ্টিত হয়েছে আলোচনা সভা। বই মেলার নাগর দোলায় দুর্ঘটনায় একটি শিশু আহত হওয়ার ঘটনায় ওই দিনের সঙ্গীত অনুষ্টান ও নাগর দোলা স্থগিত ঘোষনা করেন কর্তৃপক্ষ।
পরে নবীগঞ্জ পৌর সভার প্যানেল মেয়র-১ এবং বই মেলা উদযাপন কমিটির সভাপতি এটিএম সালাম এর সভাপতিত্বে এবং মঞ্চন উদযাপন উপ কমিটির সদস্য সচিব অলিউর রহমানের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জের সার্কেল এসপি রাসেলুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা যুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোঃ নুর উদ্দিন (বীর প্রতিক), হবিগঞ্জ জেলা পরিষদের সদস্য এডভোকেট সুলতান মাহমুদ, আব্দুল মালিক, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মুকিদুল ইসলাম, কবি গোলাম কিবরীয়া, উপজেলা যুবলীগৈর যুগ্ম আহ্বায়ক খয়রুল বশর চৌধুরী।
অন্যানের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন প্যানেল মেয়র-৩ ফারজানা আক্তার পারুল, কাউন্সিলর কবির মিয়া, প্রানেশ চন্দ্র দেব, জাকির হোসেন, জায়েদ চৌধুরী, সংরক্ষিত কাউন্সিলর রোকেয়া বেগম, সৈয়দা নাসিমা বেগম, পৌর সচিব আজম হোসেন, সহকারী প্রকৌশলী ভবি মজুমদার প্রমূখ। পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্টানের শুরুতেই অতিথিদের ফুল দিয়ে বরণ করেন পৌর পরিষদের নেতৃবৃন্দ। পরে তাদেরকে ক্রেস্ট প্রদান করা হয়। আজ মঙ্গলবার অমর একুশে বই মেলার সমাপনী অনুষ্টান রয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj