শায়েস্তাগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ-লাখাই আসনের সংসদ সদস্য ও শায়েস্তাগঞ্জ ডিগ্রী কলেজ পরিচালনা কমিটি’র সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন অধ্যক্ষ রনজিত কুমার দাশ আজ আমাদের মাঝে নেই কিন্তু তার কাজ অমর হয়ে থাকবে। কর্মময় স্মৃতিকে ধরে রাখতে অধ্যক্ষ রনজিত কুমার নামে ট্রাস্ট গঠন করা হবে। এ ট্রাস্ট গঠনে আমার পক্ষ থেকে পর্যায়ক্রমে ২ লাখ টাকা অনুদান থাকবে। ট্রাস্টের মাধ্যমে মেধা বৃত্তিসহ নানা সামাজিক কার্যক্রম পরিচালিত করলে তাকে স্বরণ করা হবে। এমপি আবু জাহির বলেন, ট্রাস্ট গঠন ছাড়াও কলেজের নতুন ভবন তার নামে নাম করণ করার চেষ্টা করা হবে। তিনি বলেন যেহেতু অধ্যক্ষ রনজিত কুমার শিক্ষাসহ নানা ক্ষেত্রে অবদান রেখেছেন তাই শায়েস্তাগঞ্জে তার নামে একটি রাস্তা নামকরণ করা যেতে পারে। তিনি শায়েস্তাগঞ্জ ডিগ্রী কলেজের জন্য অনেক অবদান রেখে গেছেন। তার এ ঋণ শোধ হবার নয়।
শুক্রবার সন্ধ্যায় হবিগঞ্জ সদর উপজেলার শায়েস্তাগঞ্জ রেলওয়ে পার্কিংয়ে নাগরিক সমাজ কর্তৃক আয়োজিত শায়েস্তাগঞ্জ ডিগ্রী কলেজ অধ্যক্ষ রনজিত কুমার দাশের শোকসভায় প্রধান অতিথি’র বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান অনুষ্ঠানের আহবায়ক ফেরদৌস আরা বেগমের সভাপতিত্বে ও সদস্য সচিব প্রভাষক জালাল উদ্দিন রুমী’র পরিচালনায় এতে বক্তব্য রাখেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব অশোক মধব রায়, বীর মুক্তিযোদ্ধা প্রাণেষ দত্ত, বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, পিপি এডভোকেট আকবর হোসেন জিতু, অতিরিক্ত পিপি এডভোকেট আব্দুল আহাদ ফারুক, এডভোকেট হুমায়ূন কবির সৈকত, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুর রশিদ তালুকদার ইকবাল, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লা সরদার, সাংগঠনিক সম্পাদক আব্দুল মুকিত, পৌর বিএনপি সভাপতি মোঃ করম আলী, পৌর আওয়ামী লীগ সভাপতি মোঃ ছালেক মিয়া, সাধারণ সম্পাদক মাসুদউজ্জামান মাসুক, পৌর কাউন্সিলর আসম আফজল আলী, প্রভাষক আজিজুল হাসান চৌধুরী শাহীন, অধ্যক্ষ নাছির উদ্দিন, আবু সিরাজ মোঃ মনিরুল ইসলাম, আব্দুস জাহির, মোঃ আলী আসগর, মোঃ রফিক আলী, মোঃ নাসির উদ্দিন, মোঃ আব্দুল কাইয়ুম, মোঃ দীন ইসলাম, আজিজুল চৌধুরী। সমাজসেবক প্রণব পালসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, নানা সামাজিক সাংস্কৃতিক সংগঠকবৃন্দ, প্রয়াতের পরিবারের সদস্য। এ সভায় শত-শত লোকজন অংশগ্রহণ করে প্রয়াতের শান্তি কামনা করেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj