বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: বাহুবল সদরের ডিএনআই মডেল হাই স্কুলে ভূয়া সনদের কারণে নিয়োগ বাতিল হওয়া সহকারী লাইব্রেরীয়ানকে বৈধতা দিতে ‘নিয়োগ মহড়া’র তোড়জোড় চলছে। এ নিয়ে বিদ্যালয়ে কর্মরত শিক্ষকরা দ্বিধা-বিভক্ত হয়ে পড়েছেন। ইতোমধ্যে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করার পরও বিভক্তির কারণে নিয়োগ পরীক্ষা নিতে পারেনি বিদ্যালয় কর্তৃপক্ষ। আবার নতুন করে পূনঃনিয়োগ বিজ্ঞপ্তি জারীর উদ্যোগ নেয়া হয়েছে। এ লক্ষ্যে আগামী ২৫ ফেব্রুয়ারি ম্যানেজিং কমিটির সভা নির্ধারণ করেছে স্কুল কর্তৃপক্ষ। এ অবস্থায় এ নিয়োগকে ঘিরে মোটা অংকের অর্থ লেন-দেন হয়েছে বলে অভিযোগ উঠছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০১৩ সনের দিকে বাহুবল সদরস্থ দীননাথ ইনস্টিটিউশন মডেল হাই স্কুলে সহকারী লাইব্রেরীয়ান হিসেবে নিয়োগ প্রদান করা হয় বিদ্যালয়ের সহকারী শিক্ষক মহীউদ্দিনের স্ত্রী তাহমিনা আক্তারকে। পরে তাহমিনা আক্তার-এর শিক্ষাগত যোগ্যতা সহ অন্যান্য কাগজপত্র এমপিও ভূক্তির জন্য ব্যানবেইস কর্তৃপক্ষের নিকট প্রেরণ করা হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষায় দেখা যায় সহকারী লাইব্রেরীয়ান কোর্সের সনদ ভূয়া প্রমাণিত হওয়ায় তাহমিনা আক্তার-এর নিয়োগ বাতিল করা হয়। এ অবস্থায় বিশেষ বিবেচনায় তাহমিনা আক্তারকে বিদ্যালয়ের খন্ডকালীন শিক্ষক হিসেবে নিয়োগ দিয়ে তাকে বৈধ সনদ অর্জনের সুযোগ দেয়া হয়। ফলে এ দীর্ঘ সময় ধরে ওই পদটি শূন্য রেখে তাহমিনা আক্তারকে সহকারী লাইব্রেরীয়ান কোর্স সম্পন্ন করে সনদ সংগ্রহের সুযোগ দেয়া হয়। বিগত বছর তাহমিনা আক্তার সহকারী লাইব্রেরীয়ানের বৈধ সনদ প্রাপ্ত হন। এ অবস্থায় তাকে বিদ্যালয়ে বৈধতা দেয়ার জন্য একটি পক্ষ সক্রিয় হয়ে উঠে। এক পর্যায়ে ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত মতে পত্রিকায় সহকারী লাইব্রেরীয়ান পদে দরখাস্ত আহ্বান করা হয়। এতে সাড়া দিয়ে তাহমিনা আক্তার সহ আরো কয়েকজন আবেদন করেন। এ অবস্থায় বিদ্যালয়ে কর্মরত অধিকাংশ শিক্ষক উক্ত নিয়োগ প্রক্রিয়া স্থাগিত করার দাবি জানিয়ে ম্যানেজিং কমিটির সভাপতি বরাবরে আবেদন করেন। এ নিয়ে বিদ্যালয়ের শিক্ষক-ম্যানেজিং কমিটি টানাটানি শুরু হয়। দ্বিধা-দন্দ্ব কাটিয়ে উঠতে না পারায় নিয়োগ বিজ্ঞাপ্তি প্রকাশের পর নির্ধারিত মেয়াদের মধ্য নিয়োগ পরীক্ষা গ্রহণ করতে না পারায় তা অকার্যকর হয়ে যায়।
এদিকে, গত ৩১ জানুয়ারি থেকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদটি শূন্য হয়ে পড়েছে। মোঃ ইসহাক মিয়া অবসরগ্রহণ করায় বর্তমানে প্রধান শিক্ষক পদে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করছেন সহকারী প্রধান শিক্ষক প্রণয় দেব। বিদ্যালয় সূত্র জানিয়েছে আগামী ২৫ ফেব্র“য়ারি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভা আহ্বান করা হয়েছে। এ সভায় সহকারী লাইব্রেরীয়ান ও প্রধান শিক্ষক নিয়োগসহ বিভিন্ন বিষয়কে আলোচ্য সূচিভূক্ত করে সভার নোটিশ ইস্যু করা হয়েছে। এ অবস্থায় বিতর্কীত ব্যক্তিকে বৈধতা দেয়ার লক্ষ্যে ‘নিয়োগ মহড়া’র পক্ষে-বিপক্ষে বিদ্যালয়ের শিক্ষকরা আবারো বিভক্ত হয়ে পড়েছেন।
এ ব্যাপারে প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) প্রণয় দেব এর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে সাংবাদিক পরিচয় শুনে ব্যস্ততার কারণ দেখিয়ে কথা বলতে অনীহা প্রকাশ করেন।
ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুর রেজ্জাক এর সাথে যোগাযোগ করলে তিনি জানান, ভূয়া সনদের কারণে সাবেক সহকারী লাইব্রেরীয়ানের নিয়োগ বাতিলের বিষয়টি জানা নাই, তবে এই পদটি শূন্য আছে জানি। পূর্বের নিয়োগ প্রক্রিয়াটি শিক্ষকদের আবেদনের প্রেক্ষিতে বাতিল হয়েছিল। বর্তমানে নিয়োগের মহড়ার বিষয়টি অস্বীকার করে বলেন, অন্য একটি কারণে সময়মত নিয়োগ পরীক্ষা গ্রহণ করা যায়নি, আমরা পূর্বের আবেদনকারীদের ঠিক রেখে অচিরেই পূনরায় বিজ্ঞপ্তি দেব। এখানে অর্থের বিনিময়ে নয়, প্রশাসনের উপস্থিতিতে পরীক্ষা নিয়ে যোগ্যতাসম্পন্ন লোককেই নিয়োগ দেওয়া হবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj