ফখরুল আলম, লিভারপুল (যুক্তরাজ্যে) প্রতিনিধি:- প্রবাসী মুক্তিযোদ্ধাদের তালিকা ভূক্তি করে তাদেরকে সম্মননা জানাতে আওয়ামীলীগ সরকার নতুন উদ্যোগ নিয়েছে। লিভারপুল বাংলা প্রেসক্লাবের সাথে মত বিনিময় সভায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক একথা বলেন।
বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এম.পি যুক্তরাজ্যেস্থ লিভারপুল বাংলা প্রেসক্লাব ইউ.কে এর সাথে মত বিনিময় সভা গতবৃহস্পতিবার লিভারপুলের আর্লবাডগের একটি রেষ্টুরেন্টে অনুষ্টিত হয়েছে।
ক্লাব সভাপতি শেখ ছুরত মিয়া আছাব এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফখরুল আলম এর সঞ্চালনায় অনুষ্টিত সভা শুরুর প্রথমেই প্রধান অতিথি আ.ক.ম মোজাম্মেল হক এম.পি কে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানান প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দরা।
সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন- লিভারপুলের কমিউনিটি ব্যক্তিত্ব শেখ দুদু মিয়া, বাংলা প্রেসক্লাবের সহ সভাপতি কবি রফিক আহমেদ,যুক্তরাজ্যে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এর সাংগঠনিক সম্পাদক মসিউর রহমান মুসা, ওল্ডহাম যুবলীগের যুগ্ন সম্পাদক আবু ইউসুফ, বিশিষ্ট ব্যবসায়ী মিজানুল হক, সুফি আব্দুল্লাহ মারুফ, আব্দুস শহিদ, জহিরুল ইসলাম প্রমুখ।
প্রধান অতিথি আ.ক.ম মোজাম্মেল হক এম.পি বলেন- প্রবাসী মুক্তিযোদ্ধাদের অবদান যথেষ্ট, বিশেষ করে যুক্তরাজ্যে প্রবাসীরা সেই সময় মিছিল, মিটিং করে জনমত সৃষ্টির পাশাপাশি তারা টাকা পয়সা দিয়েও যথেষ্ট সহযোগীতা করেছে। তাদের এই অবদানের স্বীকৃতি জানাতে আগামী মার্চ মাস থেকে প্রত্যেক দ্রুতাবাসে ফরম পাঠিয়ে দেয়া হবে যা পরবর্তী একমাসের মধ্যে পুরণ করে দিতে হবে।
লিভারপুল বাংলা প্রেসক্লাবের সভাপতি শেখ ছুরত মিয়া আছাব বলেন -লিভারপুলে বিগত ৩০ বছরের মধ্যেও বাংলাদেশের কোন সরকারের কোন মন্ত্রি আসেনি। এই প্রথম আমাদের কমিউনিটির মাঝে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এম.পি এসে লিভারপুলবাসীকে ধন্য করে গেলেন।
মতবিনিময় সভাশেষে এক আনন্দঘন নৈশ্যভোজের মধ্যে দিয়ে অনুষ্টানের সমাপ্তি ঘটে। সভায় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক নেতৃবৃন্দরা ছাড়াও কমিউনিটির বিভিন্ন শ্রেণীপেশার লোকজন উপস্থিত ছিলেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj