নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌর এলাকার জগন্নাথপুর মহল্লায় কথিত পাঁচপীর মাজারের (কৃত্রিম কবর) উচ্ছেদ করা হয়েছে।
মঙ্গলবার দুপুর ১২ টার দিকে পৌরসভার মেয়র মো. ছালেক মিয়া পৌরপরিষদ ও এলাকাবাসীকে নিয়ে কথিত পাঁচপীর মাজার উচ্ছেদ করেন।
স্থানীয় সূত্র জানায়, এলাকার একশ্রেণির লোকজন দীর্ঘদিন যাবত পাঁচপীর নামে কৃত্রিম কবর তৈরি করে প্রতি বছর ওরস পালন করে আসছে।এতে এলাকার সামাজিক পরিবেশ দিনদিন নষ্ট হচ্ছে। পৌরপরিষদ ও এলাকার সচেতন মহল খোঁজ খবর নিয়ে জানতে পারেন এখানে কোনো পীরের মাজার নেই। তাই পৌর পরিষদ ঈমানি দায়ীত্বের অংশ হিসেবে কথিত পাঁচপীরের কবর উচ্ছেদ করেন।
শায়েস্তাগঞ্জ পৌর সভার স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মো. সাইদুর রহমান বলেন, দীর্ঘদিন যাবত একশ্রেণির লোকজন পাঁচপীর নামে কৃত্রিম কবর তৈরি করে ওরসের নামে গান-বাজনা করে আসছে।
শায়েস্তাগঞ্জ পৌরসভার মেয়র মো. ছালেক মিয়া বিষয়টি নিশ্চিত করে এলাকার প্রবীণ মুরুব্বীদের বরাত দিয়ে বলেন, তখনকার সময়ে ইসলাম প্রচারের জন্য হযরত শাহজালাল (রহ.) সফর সঙ্গী হিসেবে ৫ জন ওলি ইসলাম প্রচারে বের হয়ে এখানে (জগন্নাতপুর) বিশ্রাম নিয়েছিলেন। পরে তারা চলে যান। তারপর থেকে একশ্রেণির লোকজন এ বিষয়টি পুঁজি করে পাঁচপীরের নামে কৃথিম মাজার বানিয়ে প্রতিবছর ওরসের নামে অশ্লীল গান বাজনা করে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj