সিলেট প্রতিনিধি : দীর্ঘ ৭ বছর বন্ধ থাকার পর আবারও সৌদি আরবে বাংলাদেশী নাগরিকদের কর্মসংস্থানে সুযোগ সৃষ্টি হচ্ছে। সোমবার থেকে শুরু হয়েছে সৌদি আরবে যেতে ইচ্ছুকদের নাগরিকদের নাম নিবন্ধন। চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত। ইতো মধ্যে অনেক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে সৌদি আরব যেতে ইচ্ছুক মানুষের মাঝে।
বুধবার ভোর থেকে আম্বরখানাস্থ সোনালী ব্যাংক সিলেট জোনাল শাখায় ভিড় জমেছে হাজারও সৌদি ইচ্ছুক মানুষের। তাদের এ দীর্ঘ লাইন ব্যাংকের সামনে থেকে শুরু হয়ে ছড়িয়ে পড়েছে আশেপাশের পাড়া-মহল্লার গলি পর্যন্ত। একি দৃশ্য যেনে জিন্দাবাজার সোনালী ব্যাংকের সামনে।
দীর্ঘ লাইন দেখে অনেকটা হতাশা হয়ে পড়েছেন দাড়িয়ে থাকা অনেকে। আবার অনেকেই বলছেন অনলাইনের মাধ্যমে যদি নাম নিবন্ধনের সুযোগ থাকত তাহলে মানুষের কষ্ট কম হত। পাশাপশি সময় অনেকটা কম লাগত।
এদিকে গত সোমবার সাকালে আম্বরখানাস্থ সোনালী ব্যাংক সিলেট জোনাল শাখায় কার আগে কে নিবন্ধন ফরম সংগ্রহ করবে এ নিয়ে সোনালী ব্যাংকে লোকদের মাঝে বিশৃঙ্খলা দেখা দেয়। এসময় বিশৃঙ্খলা থামাতে গিয়ে আহত হয়েছেন ওই শাখার উপ মহাব্যবস্থাপক (ডিজিএম) আইয়ূব আলী। তাকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj