আজিজুল হক নাসির / খন্দকার অালাউদ্দিনঃ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আমুরোড হাই-স্কুল এন্ড কলেজের ৫০ তম বর্ষ পূর্তি উপলক্ষে আয়োজিত পূনর্মিলনী অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেছেন চুনারুঘাট উপজেলার চেয়ারম্যান আবু তাহের।
১০ ফেব্রুয়ারী শুক্রবার বেলা তিনটায় পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে শান্তির পায়রা উড়িয়ে এর উদ্বোধন ঘোষণা করেন শিক্ষানুরাগী খ্যাত এ চেয়ারম্যান।
বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও চুনারুঘাট উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাছন আলী মেম্বারে সভাপতিত্বে প্রাক্তন ছাত্র আব্দুল হাই প্রিন্স ও শাহ আলমের যৌথ সঞ্চালনায় আলোচনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান আবু তাহের।
বিশেষ অতিথি বক্তব্য রাখেন,অাহাম্মদাবাদ ইউপি চেয়ারম্যান অালহাজ্ব অাবেদ হাসনাত চৌধুরী সনজু, সাবেক চেয়ারম্যান অাব্দুল লতিফ, অধ্যক্ষ অালাউদ্দিন, মুক্তিযোদ্ধা অালহাজ্ব অাব্দুর রহমান অাজাদ, চুনারুঘাট রিপোর্টস ইউনিটির সভাপতি নুরুল অামিন, উদযাপন কমিটির অাহবায়ক মাসুদ অাহমেদ,ইউপি সদস্য অাব্দুর রউফ, ফুল মিয়া, প্রভাষক অাবু নাসের ও অাজগর প্রমুখ।
অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন চুনারুঘাট সাংবাদিক ফোরামের সভাপতি আব্দুর রাজ্জাক রাজু, সেক্রেটারি খন্দকার অালাউদ্দিন,মিজানুর রহমান বাবুল, ফজল মিয়া, আবুল খায়ের বকুল,আঃ ছাত্তার প্রমুখ।
সভা শেষে প্রাক্তণ ও বর্তমান ছাত্র/ছাত্রীদের নিয়ে এক বর্ণাঢ্য র্যালী বের করে অামুরোড বাজার প্রদক্ষিণ করা হয়। ১১ ফেব্রুয়ারী অনুষ্ঠানের মূল পর্বে প্রাক্তণ ছাত্র-ছাত্রীদের স্মৃতিচারণ, ভোজ, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বেশ কিছু জমকালো আয়োজন রয়েছে। এতে স্থানীয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সংসদ এডঃ মাহবুব আলী।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj