উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ(হবিগঞ্জ) প্রতিনিধিঃ বকেয়া বার্ষিক ৫% মুনাফা আদায়সহ ১১ দফা দাবীতে শান্তিপূর্নভাবে মানববন্ধন কর্মসুচি পালন করেছে হবিগঞ্জের নবীগঞ্জে বিবিয়ানা গ্যাস ফিল্ডে কর্মরত শেভরন বাংলাদেশ এর বিবিয়ানা নিরাপত্তা কর্মচারীরা।
বৃহস্পতিবার সকাল ১১ টা থেকে উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের করিমপুর সাউথ প্যাডের প্রবেশ মুখে তাদের মানববন্ধন কর্মসুচি চলে প্রায় ১ ঘন্টা সময়। মানববন্ধনে আন্দোলনকারীরা ৪৮ ঘন্টার আল্টিমেটাম দেওয়া হয়। তাদের দাবী এ সময়ের মধ্যে বাস্তবায়ন না হলে পরবর্তিতে কঠোর কর্মসূচির ডাক দিবেন বলে জানান কর্মচারীরা।
মানববন্ধন কর্মসুচিতে আন্দোলনকারীরা- বকেয়া বাৎসরিক ৫% মুনাফা আদায়, চাকুরী জাতীয়করণ, প্রতি বছর বাৎসরিক বেতন বৃদ্ধিকরণ, শ্রমিক কল্যান তহবিল সংযুক্তকরণ, জ্বালানী খনিজ ক্ষেতে শ্রমিক কর্মচারীদের ঝুঁকি ভাতা সংযুক্তকরণ, শ্রমিক কর্মচারীদের বাসস্থান ও যোগাযোগ ভাতা সংযুক্তকরণ, কর্মকর্তা কর্মচারীদের মধ্যে বৈষম্য নীতি দূরিকরণ, অনাদায়ী ছুটি নগদিকরণ, সাপ্তাহিক ছুটি ২ দিন ধার্যকরণ, প্রত্যেক শ্রমিক কর্মচারীদের বীমায় সংযুক্তকরণ (চিকিৎসা, জীবন, ঝুঁকি ইত্যাদি), বেতন বৈষম্য দূরিকরণসহ ১১টি দাবী জানান।
উক্ত মানববন্ধন কর্মসূচি রুপন তালুকদার সাগরের পরিচালনায় বক্তব্য রাখেন, শামছুল হক, আছকর আলী বাহার, রিপন দেব, কাজী এবাদুর রশীদ, নূর নবী, জাহেদুল ইসলাম, তফুর মিয়া, ঝন্টু চরন, জাকারিয়া আলম, অজয়, পাপলু, আনোয়ার হোসেন, স্বাধীন, সন্তোষ, সিপন আহমেদ, রিয়াজ উদ্দিন, ফয়জুল হক প্রমুখ। মানববন্ধনে আন্দোলনকারীরা তাদের দাবী বাস্তাবায়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সংশ্লিষ্ট কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
এ ব্যাপারে শেভরন কর্তপক্ষের সাথে যোগাযোগ করা হলে তারা জানান, যারা আন্দোলন করছে তারা শেভরনের লোক না। তারা ঠিকাদারের মাধ্যমে ৩য় পক্ষ হিসেবে কাজ করে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj