চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটের গ্রামের দরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করল নবগঠিত চুনারুঘাট অনলাইন প্রেসক্লাব। প্রেসক্লাবটি প্রতিষ্ঠিত হবার পর ২য় বারের মত অসহায় মানুষের নিকট শীতবস্ত্র পৌঁছে দিয়েছে সংগঠনটি।
মঙ্গলবার উপজেলার মিরাশী ইউনিয়নের গাতাবলা বাজারে বিপুল সংখ্যক কম্বল বিতরণ করে অনলাইন প্রেসক্লাব। বিকাল ৩টায় অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ফারুক মিয়ার সঞ্চালনায় ও ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য সুরুজ আলীর সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার।
উক্ত মহতি অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান (সংরক্ষিত) কাজী সাফিয়া আক্তার, মিরাশী ইউ/পি’র চেয়ারম্যান মোঃ রমিজ উদ্দিন, মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আঃ ছামাদ, অনলাইন প্রেসক্লাবের সভাপতি আলী আমজাদ, সহ-সভাপতি মোঃ মাসুক মিয়া ও জেলা পরিষদের সদস্য ফরিদ আহমেদ তালুকদার, অনলাইন প্রেসক্লাবের নির্বাহী সদস্য ও হবিগঞ্জ সাপ্তাহিক খবর পত্রিকার চুনারুঘাট প্রতিনিধি আশরাফুল আলম দুদু, শাহ সৈয়দ সেলিম উদ্দিন প্রবাসী, প্রভাষক আশরাফুল ইসলাম, কাওছার খসরু, অনলাইন প্রেসক্লাবের আইন বিষয়ক সম্পাদক এইচ.আর আফজাল, সাংগঠনিক মোঃ আকরামুল ইসলাম, সহ-সাংগঠনিক শংকর শীল।
অন্যান্যর মধ্যে উপস্থিত থেকে অনলাইন প্রেসক্লাবের জনসেবামূলক কর্মকান্ডকে শুভেচ্ছা জানান, মিরাশী ইউনিয়ন যুবলীগের সভাপতি ডাঃ সিরাজ মিয়া, সাবিহা চৌধুরী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাওঃ বশির আহমেদ, বড়াব্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সৈয়দ রফিকুল ইসলাম, দূর্নীতি দমন সংগঠনের সাবেক উপজেলা ভাইস প্রেসিডেন্ট মোঃ জাহাঙ্গীর আলম মাষ্টার, উপজেলা তাঁতীলীগের সহ-সভাপতি ডাঃ আঃ আওয়াল, ইসলামী ফ্রন্টের প্রচার সম্পাদক মোঃ আঃ জাহির, মোঃ দিলবর আলী, আবুল খায়ের, সাত্তালিয়া এ.কাইউম তালুকদার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দাতা সদস্য আব্দুল কাইউম তালুকদার, সাবেক মেম্বার আঃ শহিদ ছুরুক মিয়া, হরিণমারা সমাজ কল্যাণ সংস্থার সভাপতি আঃ ছাত্তার সহ প্রমুখ। সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব লুৎফুর রহমান বলেন, সাংবাদিক ও সাংবাদিক সংগঠন প্রত্যক্ষভাবে জনসেবায় এগিয়ে শীতের শেষ মৌসুমে আবার নজীর স্থাপন করল অনলাইন প্রেসক্লাব।
এই দৃষ্টান্তকে অনুসরণ করে সমাজের সকল সামাজিক সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠন কে এগিয়ে আমার আহ্বান জানান তিনি। আর্ত-মানবতার সেবায় এরকমি অংশগ্রহণকে সাধুবাদ জানান উপস্থিত রাজনৈতিক নেতৃবৃন্দ। শীতবস্ত্র বিতরণ শেষে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়। মাওঃ বশীর আহমেদ মোনাজাত পরিচালনা করেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj