চুনারুঘাট প্রতিনিধিঃ প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় শরীফা আক্তার(১৪)নামের নবম শ্রেনি পড়ুয়া এক ছাত্রীকে লাঠি দিয়ে বেদরক পিটিয়েছে ছালাম নামের এক বখাটে।
শরীফা ও তার আত্নীয় স্বজন মারফত জানা যায়, স্কুল যাতায়াত কিংবা টিউশনিতে যাবার পথে প্রায়ই শরীফাকে উত্যক্ত করত তার দুর্সম্পর্কের মামা উপজেলার কালিশিরী গ্রামের রেজুয়ান আলী ওরফে রজই মিয়ার বখাটে পুত্র আঃ ছালাম (২৮)।
৬ ফেব্রুয়ারী বিকাল ৪ টায় টিউশনির উদ্দেশ্যে কালিশিরি গ্রামের অনাবাদি মাঠের রাস্তা ধরে হেঁটে যাচ্ছিল শরীফা। এমন সময় তার পথ আগলে দাঁড়ায় বখাটে ছালাম।
তাকে আজেবাজে কথা বলতে শুরু করে এবং হাতে থাকা একটি মোটা লাঠি দেখিয়ে ভয় দেখায়।শরীফা তার তার আজেবাজে কথায় বিরক্ত হয়ে রাগের বসতে গালি দেয় ছালামকে।
তখনই ছালাম ক্ষীপ্ত হয়ে হাতে থাকা লাঠি দিয়ে বেদরক পিটিয়ে শরীফাকে মারাত্বক ভাবে আহত করে। শরীফার চিৎকারে আশপাশে থাকা লোকজন জড়ো হলে ছালাম কেটে পড়ে। পরে শরীফার স্বজনরা তাকে আহত অবস্থায় চুনারুঘাট হাসপাতালে ভর্তি করেন।
শরীফার হাতে ও মাথায় আঘাতের একাধিক চিহ্ন দেখা যায়। এমন আঘাত তার সারা শরীরেই রয়েছে বলে জানান তার মা জরিনা খাতুন।
শরীফা উপজেলার গোছাপাড়া গ্রামের জাকির হোসেনের কন্যা ও আমুরোড হাইস্কুল এন্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী। সে নানা বাড়ি কালিশিরী গ্রামে থাকে। এবং দরীদ্রতার কারণে টিউশনি করে নিজ লেখাপড়ার খরচ যোগায়।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj