এস এইচ টিটু : বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে গতকাল শনিবার শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমী এন্ড হাই স্কুলের শিক্ষামেলা ২০১৭ ও হবিগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে শায়েস্তাগঞ্জ অঞ্চল থেকে নব নির্বাচিত ৩ জন সদস্যের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শায়েস্তাগঞ্জ শিক্ষা ও সমাজ কল্যান ট্রাষ্টের সভাপতি মোঃ খুর্শেদ আলীর সভাপতিত্বে ও আ.স.ম আফজাল আলীর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক মোঃ নূরুল হক, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মোঃ শফিউল আলম, উপ-পরিচালক, স্থানীয় সরকার, হবিগঞ্জ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শায়েস্তাগঞ্জ পৌরসভার মেয়র মোঃ ছালেক মিয়া, হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জিয়া উদ্দিন, সংবর্ধিত ব্যক্তিত্ব জেলা পরিষদের নব নির্বাচিত সদস্য আব্দুর রশিদ তালুকদার ইকবাল, মোঃ আব্দুল মুকিত, মোছাঃ আলেয়া বেগম।
এছাড়াও বক্তব্য রাখেন, বাহুবল উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হোসেন শাহ, সদর উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান প্রফেসর আবিদুর রহমান।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করে স্কুলের শিক্ষক মাওলানা লুৎফুর রহমান।
শিক্ষা মেলায় শায়েস্তাগঞ্জসহ হবিগঞ্জ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন, বিশিষ্ট ব্যক্তিবর্গসহ ও অন্যান্য স্কুল থেকে আগত হাজারো অধিক শিক্ষার্থী বিভিন্ন স্টল ঘুরে শিক্ষার্থীদের উদ্ভাবিত বিজ্ঞান, কম্পিউটারসহ তাদের পাঠ্যবইয়ের ব্যবহারিক কাজ দেখে বিজ্ঞানের উদ্ভাবনমূলক কাজের প্রতি শিক্ষার্থীদেরকে উৎসাহিত করেন।
এ মেলায় শিক্ষার্থীরা তাদের মেধা মেলে ধরেছেন নিজ কাজের মাধ্যমে। তারা কেউ কেউ তৈরি করেছেন খামারবাড়ি, স্কুল, ঘরবাড়ি, বহুরুপী দালান, বিদ্যুৎ আবিষ্কারের পদ্ধতি, বিশুদ্ধ পানির পদ্ধতি, কম্পিউটার, চিত্রাঙ্কন, পুকুর, ধানের জমি থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় সবকিছুই এ মেলায় স্থান পেয়েছে।স্কুল কর্তৃপক্ষ জানায়, মেধা বিকাশে এ মেলা আয়োজন করা হয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj