নিজস্ব প্রতিনিধি : এমপি আবু জাহির টি-টুয়েন্টি ক্রিকেট লীগের ফাইনালে ইয়াং ব্রাদ্রার্সকে ১৯ রানে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে শাপলা সংসদ।
বুধবার দুপুর ১টায় হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় শাপলা সংসদ। প্রথম ওভারেই উইকেট হারিয়ে চাপে পড়ে শাপলা।
পরে অনুর্ধ্ব ১৯ দলের তারকা ব্যাটসম্যান আসিফ ও পারভেজের দায়িত্বশীল ব্যাটিংয়ে কিছুটা চাপমুক্ত হয় শাপলা সংসদ। দলীয় ৩১ রানে আসিফ ব্যক্তিগত ১৪ রান করে আউট হলে আবারো চাপে পড়ে শাপলা সংসদ।
দলীয় অধিনায়ক রুপু ও পারভেজ ধীরে ধীরে দলের হাল ধরেন। দলীয় ৫০ রানে ব্যক্তিগত ৩ রান করে রুপু ফিরে যান সাজঘরে। ৫৩ রানে ব্যক্তিগত ২৫ রানে পারভেজের উইকেট হারায় শাপলা। এতে বিপাকে পড়ে দলটি।
নিয়মিত বিরতিতে ইয়াং ব্রাদার্সের হয়ে সিলেট থেকে আসা তারকা অলরাউন্ডার নাছুমের স্পিন জাদুতে উইকেট হারাতে থাকে শাপলা। ১৯ ওভার ২ বলে শাপলা সংসদের স্কোর দাড়ায় ৭ উইকেটে ১০৫ রান। এরপর নাছুম পরপর তিন বলে তিন উইকেট নিয়ে হ্যাট্টিক করেন। ফলে ১০৫ রানেই গুটিয়ে যায় শাপলা।
ইয়াং ব্রাদ্রার্সের হয়ে নাছুম ৪ ওভার বল করে হ্যাট্টিকসহ ৫ উইকেট লাভ করেন। জবাবে ব্যাট করতে নেমে ইয়াং ব্রাদ্রার্স শুরু ভাল করলেও শাপলা সংসদের হয়ে খেলতে নামা বাংলাদেশ অনুর্ধ্ব ১৯ দলের অলরাউন্ডার আসিফ ও কাজী কামরুলের স্পিনের কাছে ঠিকতে পারেনি ইয়াং ব্রাদ্রার্সের ব্যাটসম্যানরা।
উদ্বোধনী ব্যাটসম্যান মৌলভীবাজারের তারকা খেলোয়াড় ফরহাদের অনবদ্য ব্যাটিংয়ে জয়ের সম্ভাবনা জাগিয়ে তুলে ইয়ং ব্রাদ্রার্স। পরপর ৪ বলে ৪ ছক্কা হাকিয়ে মাঠে উপস্থিত দর্শকদের মন জয় করেন ফরহাদ। দলীয় ৭৬ রানে ব্যক্তিগত ৫৩ রান করে রান আউট হলে জয়ের সম্ভাবনা থেকে ছিটকে পড়ে ইয়াং ব্রাদ্রার্স। মাত্র ১০ রানে শেষ উইকেট হারায় দলটি। ফলে ৮৬ রানেই অল আউট হয়ে যায় ইয়ং ব্রাদ্রার্স।
শাপলার পক্ষে কাজী কামরুল ৩টি ও আসিফ ২টি উইকেট লাভ করেন। খেলা পরিচালনা করেন অভিজিৎ চক্রবর্তী ও লোকমান হোসেন। খেলা শেষে প্রধান অতিথি হবিগঞ্জ-লাখাই আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে পুরস্কার তুলে দেন। ফাইনাল খেলায় ম্যান অব ম্যাচ হয়েছেন শাপলা সংসদের কাজী কামরুল।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj