সানিউর রহমান তালুকদার, নবীগঞ্জ থেকে: নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ মধ্য বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৬টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে।
গতকাল বুধবার রাতে এঘটনা ঘটে। খবর পেয়ে নবীগঞ্জের ফায়ার সার্ভিসের একদল কর্মী ও স্থানীয় লোকজনের সহযোগিতায় প্রায় ২ঘন্টা প্রাণপণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গতকাল বুধবার রাত সোয়া ১০টার দিকে ব্যবসায়ীরা দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার জন্য রওয়ানা দেয়। প্রতিমধ্যে হঠাৎ একজন দেখতে পান আশরাফুলের দোকানে দাউ দাউ করে আগুন জ্বলসে দেখে মুর্হুতেই সে চিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নেভানোর জন্য তারা আপ্রায়ন চেষ্টা করেন। কিন্তু আগুনের লেলিহান শিখায় মুর্হুতেই ৬টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে নবীগঞ্জের ফায়ার সার্ভিসের একদল কর্মী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হন।
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা হচ্ছে, ইজাজুলের রড সিমেন্টের দোকান, আমিনুলের চালের দোকান, আশরাফুলের কাপড়ের দোকান, সঞ্জয়ের সেলুন, পবিত্র রায়ের পান-সুপারীর দোকান ও জয়নাল মিয়ার ভেরাইটিজ ষ্টোর। উল্লেখিত ব্যবসায়ীরা ইনাতগঞ্জ ইউনিয়নের মোস্তফাপুর গ্রামের মরহুম আতাউর রহমান ও ইছুবপুর গ্রামের জয়েদুল ইসলামের দোকান ঘর ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছিলেন।
অগ্নিকান্ডের খবর পেয়ে নবীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জীতেন্দ্র কুমার নাথ, থানার অফিসার ইনচার্জ আব্দুল বাতেন খান, ইনাতগঞ্জ ইউপি চেয়ারম্যান বজলুর রশীদ, ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ধর্মজিৎ সিনহা সহ এলাকার স্থানীয় নেতৃবৃন্দ ঘটনাস্থলে ছুটে যান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj