নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক গোলাম রসূল চৌধুরী রাহেল আইনশৃংখলা বিঘœকারী মামলায় জামিন পেয়েছেন।
গত ৪ জানুয়ারি আইনশৃংখলা বিঘ্নকারী অপরাধ দমন দ্রুত বিচার আইন ২০০২ (সংশোধিত ২০১৪) এর ৪/৫ ধারায় দায়ের করা একটি মামলায় বিজ্ঞ আদালতের বিচারক উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক গোলাম রসুল চৌধুরী রাহেল ও উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক সোহেল আহমদ চৌধুরী রিপনসহ ৭ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
১লা ফেব্রুয়ারি বুধবার হবিগঞ্জের বিজ্ঞ চিফ জুডিসিয়াল ম্যাজিট্রেষ্ট আদালতে হাজির হয়ে রাহেল চৌধুরী সহ ৭ আসামী জামিন চাইলে আদালতের বিজ্ঞ বিচারক রাহেল চৌধুরী সহ সকলের জামিন মঞ্জুর করেন।
এ প্রসঙ্গে গোলাম রসূল চৌধুরী রাহেল বলেন, ‘আমাকে রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখার জন্য গভীর ষড়যন্ত্র করা হচ্ছে।একটি কুচুক্রীমহলের পরিকল্পিত নগ্ন ও ঘৃন্য রাজনীতির ষড়যন্ত্রের হীনচক্রান্তের বহিঃপ্রকাশই হচ্ছে আমার বিরুদ্বে দায়ের করা এই মিথ্যে মামলা।
রাহেল চৌধুরী বলেন, নবীগঞ্জে আমাদের সুদীর্ঘকালের পারিবারিক ও রাজনৈতিক যে ঐতিহ্য এবং সুনাম রয়েছে তা নষ্ট করার জন্য আমার রাজনৈতিক প্রতিপক্ষ সহ একটি কুচুক্রীমহল সক্রিয় রয়েছে।
এবং তারা আমাকে রাজনৈতিক ও সামাজিকভাবে তথা বিভিন্ন কায়দায় হেয় প্রতিপন্ন করার ষড়যন্ত্র করে আসছে দীর্ঘদিন থেকে এর বাস্তব প্রমান আমার বিরুদ্বে ষড়যন্ত্রকারীদের এই মামলা দায়ের করা। রাহেল চৌধুরী অত্যন্ত দৃঢ়তার সহিত বলেন, আমি নিরপরাধ। বিজ্ঞ আদালতের কাছে আমি সুষ্ট ও ন্যায় বিচার প্রার্থনা করি।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj