এম এ আর শায়েল : হবিগঞ্জের আলোচিত তৌকির হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন কারাদ- দিয়েছেন আদালত। বুধবার দুপুরে মামলার নির্ধারিত তারিখে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাফরোজা পারভীন এ আদেশ দেন।
যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আসামীরা হল সাদ্দাম হোসেন, হেলাল উদ্দিন তুর্কি, রনি, আক্তার ও নিয়াজ। এ ছাড়া ইদু মিয়া, আব্দুল গফুর, নানু মিয়া, মাকসুদুর রহমান উজ্জল, শাহনুর, ইদ্রিস, রিপন ও মোশারফকে খালাস দেয়া হয়েছে। এর আগে মঙ্গলবার জামিনে থাকা আসামি কেউই আদালতে হাজির না থাকায় বুধবার মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করেন বিচারক। মামলা চলাকালীন জামিনে থাকা ও কারাগারে থাকা আসামীরা আদালতে উপস্থিত ছিল। ঘটনার পর থেকে তিনজন পলাতক রয়েছে।
হবিগঞ্জে অতিরিক্ত পিপি সালেহ উদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করে জানান, ইতোপূর্বে বেশ কয়েকবার রায়ের তারিখ পরিবর্তন হয়েছে। বুধবার আদালত চাঞ্চল্যকর এ হত্যা মামলার রায় দিয়েছেন।
উল্লেখ্য ২০০৯ সালের ২৪ সেপ্টেম্বর হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র কায়েছ আহমেদ তৌকিরকে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যা করে একদল দূর্বৃত্ত।
এ ঘটনায় নিহত তৌকিরের পিতা আব্দুল বারিক হবিগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। রায় শেষে মামলার বাদী আব্দুল বারিক অসন্তোষ প্রকাশ করে বলেন, ‘অপরাধীদের অনেককে খালাস দেওয়া হয়েছে। দ্রুত আমরা উচ্চ আদালতে আপিল করবো। রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সালেহ আহমেদ বলেন, ‘রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট হতে পারেনি। তাই দ্রুত আপিল করা হবে।
অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবুল খয়ের রায়ে সন্তোষ প্রকাশ করেন। মামলাটির তদন্ত শেষে ১২ জনকে অভিযুক্ত করে করে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। এর মধ্যে ৯ জন আদালত থেকে জামিনে এবং ৩ জন ঘটনার পর থেকেই পলাতক রয়েছে। হত্যাকান্ডের ঘটনাটি এলাকায় বেশ আলোড়ন সৃষ্টি করে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj