ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) ডাবল সেঞ্চুরি করার সম্ভাবনা জাগিয়েছেন জাতীয় দলের সাবেক হার্ডহিটার ব্যাটসম্যান নাঈম ইসলাম।
রোববার (২৯ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিসিএলের প্রথম রাউন্ডের ম্যাচে প্রাইম ব্যাংক সাউথ জোনের বিপক্ষে নাঈমের অপরাজিত ১৭৬ রানে ভর করে বড় সংগ্রহ গড়ার পথে রয়েছে বিসিবি নর্থ জোন। দ্বিতীয় দিন শেষে নর্থ জোনের সংগ্রহ দাঁড়িয়েছে ৭ উইকেটে ৪৭৪ রান।
প্রথম দিনের সংগ্রহ ৩ উইকেটে ২১০ রান নিয়ে রোববার দ্বিতীয় দিনের খেলা শুরু করে নর্থ জোন। দিন শেষে ৪৫৭ বল খেলে নাঈম ১৭৬ রানে অপরাজিত থাকেন নাঈম। ১২টি চার ও দু'টি ছক্কার মার ছিল 'ছক্কা নাঈম' খ্যাত নাঈমের অপরাজিত ইনিংসে।
প্রথম শ্রেণীর ক্রিকেটে এটা হচ্ছে নাঈমের ১৮তম শতক। এই ম্যাচের আগে নাঈমের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ছিল ১৪৭ রানের।
৮ রানে অপরাজিত থেকে নাঈমের সঙ্গে তৃতীয় দিন ব্যাট করতে নামবেন তাইজুল ইসলাম। প্রাইম ব্যাংক সাউথ জোনের হয়ে তিনটি উইকেট পান দলপতি আবদুর রাজ্জাক। দুই উইকেট নেন সোহাগ গাজী। জিয়াউর রহমান ও নাজমুল ইসলাম লাভ করেন ১টি করে উইকেট।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj