বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: বাহুবলের পুটিজুরী এস.সি উচ্চ বিদ্যালয়ে ৫২ লাখ টাকায় নির্মিত ভবন উদ্বোধন করেছেন কেয়া চৌধুরী এমপি। শনিবার সকাল ১১টায় এ ভবন উদ্বোধনকালে আয়োজিত সভায় প্রধান অতিথি’র বক্তব্যে কেয়া চৌধুরী বলেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে উন্নয়ন বরাদ্দ নিয়ে বার বার আপনাদের কাছে আসছি। উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে। তার প্রমাণ আপনারা। তিনি বলেন, জনগণ চায় উন্নয়ন। ঘরে বসে উন্নয়ন করার দিন শেষ। মাঠে এসে জনগণের চাহিদা জেনে নবীগঞ্জ-বাহুবলের স্থানে স্থানে উন্নয়ন কর্মকান্ডে বরাদ্দ দিচ্ছি।
কেয়া চৌধুরী বলেন, ইতিপূর্বে পুটিজুরী এস.সি উচ্চ বিদ্যালয়ে এসে মাঠ সংস্কারের জন্য ১ লক্ষ টাকা এব্ং শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী প্রদান করেছিলাম। সে সময়ে শ্রেণী কক্ষের অভাব ও শিক্ষার্থীদের পড়ালেখার বিষয়টি প্রতিয়মান হয়। তাই অত্র এলাকার শিক্ষাথীদের পড়াশোনার সুবিধার জন্য নতুন ভবনের ব্যবস্থা করি, যা আজ দৃশ্যমান। জননেত্রী শেখ হাসিনা চান প্রত্যেক শিক্ষার্থী মানসম্মত শিক্ষার পাশাপশি খেলাধুলা ও সামাজিক কর্মকান্ডে নিজেকে নিয়োজিত রাখবে। আগমীর দেশ গড়ার নেতৃত্বে সোনার বাংলার জন্য সোনার সন্তান শিক্ষার্থীদের মাঝ থেকেই গড়ে উঠবে।
ভবন উদ্বোধনী সভায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শাহ আব্দুল আহাদের সভাপতিত্বে ও শিক্ষক পংকজ কান্তি গোপের পরিচালনায় বক্তব্য রাখেন বাহুবল উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা রাজা মিয়া, এনামুল হক, আলিফ সোবহান চৌধুরী কলেজের অধ্যক্ষ মাহবুবুর রহমান, বাহুবল মডেল প্রেস ক্লাব সাধারণ সম্পাদক এম. শামছুদ্দিন, পুটিজুরি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কানু প্রিয় চক্রবর্তী, আওয়ামীলীগের প্রবীণ নেতা ও সাবেক সভাপতি আলহাজ্ব সামসু মিয়া, সাবেক চেয়ারম্যান শাহ মাহবুবুর রহমান, সাবেক প্রধান শিক্ষক মোঃ আব্দুল হামিদ চৌধুরী, বৃন্দাবন চা বাগানের জিএম আবু ফয়েজ কুতুবী, নিরঞ্জন সাহা নীরু, সিদ্দিকুর রহমান মাসুম, যুবলীগ নেতা পারুল মিয়া ও ছাত্রলীগ সভাপতি রমজান মিয়া প্রমুখ।
সভায় বক্তাগণ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে কেয়া চৌধুরীকে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ বাহুবল) আসনের সংসদ সদস্য পদে মনোনোনয়ন দিতে জননেত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানান। তাকে এ আসনে আওয়ামীলীগের মনোনয়ন দিলে বিপুল ভোটে নির্বাচিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন বক্তগণ।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj