নবীগঞ্জ(হবিগঞ্জ)সংবাদদাতা: হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ডা: মুশফিক হোসেন চৌধুরী বলেছেন,আমি উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করি।
স্বাধীনতার পর নবীগঞ্জ-বাহুবল আসনে কতটুকু উন্নয়ন হয়েছে আপনারা খোঁজ নিয়ে দেখেন। তিনি বলেন,জেলা পরিষদ নির্বাচন নিয়ে অনেক যড়যন্ত্র হয়েছে। বিগত জাতীয় সংসদ নির্বাচনে আমার সাথে বেঈমানী করা হয়েছে।
দলীয় নেতাকর্মীদের আহবান জানিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিনি অংশ গ্রহণ করার ঘোষণা দেন।
তিনি বৃহস্পতিবার বিকেলে যুক্তরাজ্য কেন্দ্রীয় যুবলীগের সদস্য তজমুল আলী সরদারের স্বদেশ গমন উপলক্ষে আউশকান্দি কিবরিয়া চত্ত্বরে তাকে দেয়া সংবর্ধনা ও বরণ উপলক্ষে অনুষ্টিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় উপরোক্ত কথাগুলো বলেন। উপজেলা কুর্শি ইউনিয়নের ইনাতাবাদ গ্রামের যুক্তরাজ্য যুবলীগ নেতা তজমুল সরদার স্বপরিবারে বৃহস্পতিবার বেলা ১১টার সময় লন্ডন থেকে সিলেট ওসমানী বিমান বন্দরে অবতরণ করেন।
এর আগে সকাল ১০টা থেকে হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ডা: মুশফিক হোসেন চৌধুরীর নেতৃত্বে কয়েক শতাধীক নেতা কর্মী মটর সাইকেল নিয়ে আউশকান্দি কিবরিয়া চত্ত্বরে জড়ো হতে থাকেন।
বেলা আড়াইটায় প্রবাসী নেতা তজমুল সরদার আইশকান্দি এসে পৌছলে ডা: মুশফিক হোসেন চৌধুরী,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী,যুক্ত রাজ্য আওয়ামীলীগ নেতা জুনেদ চৌধুরী,সাবেক চেয়ারম্যান ফখরুল ইসলাম কালাম,উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া সম্ফাদক আমিনুর রহমান স্বপন,আওয়ামীলীগ নেতা রাকিল হোসেন,পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জয়েজ আমিন রাসেল,ছাত্রলীগের সভাপতি আবু ছালেহ জীবন,সেচ্ছাসেবক লীগের সাধরন সম্পাদক উজ্ঝল সরদার তাকে ফুল দিয়ে বরণ করেন। এ সময় সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আলামীন,ইয়াওর, হাফিজ খাঁন,সালু মিয়া,সালমান আহমেদ,সাজু,জাকির,কামাল,আলী হোসেন,জাহান আহমেদ,সহ উপজেলা ও প্রতিটি ইউনিয়নের আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। পরে ডা: মুশফিক চৌধুরীর নেতৃত্বে সংবর্ধিত প্রবাসী নেতা তজমুল সরদারকে কয়েক শতাদীক মটর সাইকেল নিয়ে সোডাউন করে আউশকান্দি থেকে নবীগঞ্জ শহর প্রদক্ষিণ করে তার গ্রামের বাড়ি ইনাতাবাদে উপস্থিত হয়ে নেতাকর্মীদের মধ্যে খাবার পরিবেশন করা হয়।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj