সৌদি আরব প্রতিনিধি : হুইল চেয়ার ছাড়া সে চলতে পারত না। এমনকি পবিত্র মক্কায় ওমরা করতে গিয়েও সে সব কাজ চেয়ারে বসে করেছে। কিন্তু পবিত্র ক্বাবা শরীফের সামনে এসে পাল্টে গেল দৃশ্যপট। সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলো প্রতিবন্ধী কিশোরটি। চেয়ার ছেড়ে কিশোর হাতে ভর করে তাওয়াফ শুরু করল। প্রতিবন্ধী কিশোরটির নাম গানিম আল মুফতার কাতারের বাসিন্দা। দুই পা ছাড়া একচতুর্থাংশ শরীর নিয়ে জন্মেছিল সে। গত শুক্রবার মাগরিবের নামাজের সময় সাত বার হাতে ভর করেই ক্বাবা তাওয়াফ করে প্রতিবন্ধী গানিম আল মুফতার। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই তাওয়াফের ভিডিও প্রচারের পর হইচই পড়ে গেছে।
কিশোর গানিমের স্বপ্ন ছিল নিজ হাতে পবিত্র ক্বাবা শরীফ তাওয়াফ করা এবং পবিত্র হাজরে আসওয়াদ পাথরে চুম্মুন করা। এ স্বপ্নের কথা জেনে তা পূরণে গানিমের জন্য ওমরা পালনের ব্যবস্থা করেন সৌদি পর্যটন এবং জাতীয় ঐতিহ্য কমিশনের চেয়ারম্যান প্রিন্স সুলতান বিন সালমান বিন আব্দুল আজিজ। কিশোর গানিম প্রতিবন্ধী হওয়ায় পবিত্র ক্বাবা তাওয়াফসহ ওমরা পালনে বিশেষ নিরাপত্তার ব্যবস্থার প্রয়োজন ছিল। এ জন্য একটি বিশেষ টিমের মাধ্যমে গানিম ও তার পরিবারের মক্কায় পৌঁছানোর পর থেকে ওমরা পালন শেষ পর্যন্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়।
মক্কায় গানিমকে অভ্যর্থনা জানান প্রিন্স সুলতান। এছাড়া মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ মাহের আল মুয়াকলির পিছনে গানিম ও তার পরিবারের নামাজ পড়ার ব্যবস্থা করা হয়। প্রতিবন্ধী গানিম তার নিজ হাতে ভর করে পবিত্র ক্বাবা তাওয়াফ করতে পারায় দারুন খুশি। এ জন্য প্রিন্স সুলতান ও শেখ মাহেরে প্রতি কৃতজ্ঞতা জানিছে এই প্রতিবন্ধী কিশোর গানিম আল মুফতার।
(সূত্র : https://youtu.be/nVHkGVn1wHw :
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj