ছনি চৌধুরী,নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের মিনাজপুর গ্রামের পাশেই মৌলভীবাজারের জেলার সিমান্তবর্তী এলাকার খলিলপুর ইউনিয়ন দুই জেলার সিমান্তের মধ্যখানে রয়েছে বরাক নদী।
বরাক নদীর এপারে অর্ধেক হবিগঞ্জ জেলা ও ওপারের অর্ধেক মৌলভীবাজার জেলার অধিনে রয়েছে। অধুনিকতারযুগে বরাক নদীতে সেতু না থাকায় হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার সিমান্তবর্তী এলাকার প্রায় ৪০টি গ্রামের অর্ধলক্ষাধীক মানুষ নানা সমস্যার মধ্য জীবনযাপন করে আসছেন।
চলাচল করার একমাত্র মাধ্যম একটি বাঁশের সাকোঁ একটি সেতুর জন্য ওই এলাকার লোকজন চিকিৎসা, শিক্ষা, বিদ্যুৎ-সহ আধুনিক বাংলাদেশের নানা আধুনিকতার ছোঁয়া থেকে বঞ্চিত হচ্ছেন। জীবনের ঝুঁকি নিয়ে নদীর উপর বাঁশের সাঁকো দিয়ে চলাচল করতে গিয়ে প্রায়শই দূর্ঘটনার সম্মুখীন হতে হয় স্কুল কলেজের ছাত্র ছাত্রীসহ ও সাধারণ মানুষদের।
বরাক নদীতে সেতু না থাকার কারণে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে মৌলভীবাজার জেলার সিমান্তবর্তী এলাকা ও হবিগঞ্জ জেলার সিমান্তবর্তী এলাকার প্রায় ৪০টি গ্রামের বাসিন্দাদের ।
স্বাধীনতার পর থেকে সরকারের সংশ্লিষ্ট বিভাগে সেতুর জন্য আবেদন করে আসলেও আজ পর্যন্ত আলোর মুখ দেখেনি। জানাযায়, চলাচলের কোনো ভালো মাধ্যম না থাকার কারণে অর্থনৈতিক, শিক্ষা, ব্যবসা-বাণিজ্য, যোগাযোগের দিক দিয়ে পিছিয়ে রয়েছে মৌলভীবাজার সিমান্তের কেশবচর, কঞ্চনপুর, চাঁনপুর, নামুয়া, সাবটিয়া, দেওয়াননগর, হলিমপুর, ঘোড়ারাই, কাটারাই, খলিলপুর ও সাদুহাটি এবং হবিগঞ্জ সিমান্তবর্তী এলাকার ফরিদপুর,মিনাজপুর,নোয়াহাটি, সিটফরিদপুর, ধর্মনগর, আলমপুর, নাজিমপুর, ফরাসতপুর, বখশিপুর, মুকিমপুর ও সিছনপুর সহ অন্যান্য গ্রামের অর্ধলক্ষাধীক লোকজন।
ভুক্তভোগী লোকজনের কাছ থেকে জানাযায়, এলাকাবাসীর পক্ষ থেকে একাধিক আবেদন করা হয়েছিল সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী মরহুম এম সাইফুর রহমান,ও সাবেক সমাজকল্যাণমন্ত্রী মরহুম সৈয়দ মহসিন আলীর কাছে উভয় মন্ত্রী বরাক নদী তীরবর্তী এলাকা পরিদর্শন ও করেছিলেন কিন্তু তা যে পরিদর্শনেই সিমাবদ্ধ থাকবে তা কে জানতো ।
বরাক নদীটি হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার সিমান্তবর্তী এলাকার মিলনকেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করলেও বরাক নদী তীরবর্তী এলাকার মানুষের দুর্ভোগ দেখার যেন কেউ নেই। একটি বাঁশ দিয়ে তৈরী এই সাকোর উপর দিয়ে যাতায়াত করতে গিয়ে সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হচ্ছে কোমলমতি শিশু কিশোর ও বৃদ্ধ লোকজনের।
এই বরাক নদীর মালিকানাধীনে রয়েছেন দুই জেলাবাসী । সর্বশেষ গত বছরের আগস্ট মাসে মৌলভীবাজার-৩ আসনের (মৌলভীবাজার সদর-রাজনগর) এলাকার সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসিন ও হবিগঞ্জ-১ আসনের (নবীগঞ্জ-বাহুবল) এলাকার সংসদ সদস্য এমএ মুনিম চৌধুরী বাবুকে অতিথি করে উভয় জেলার বাসিন্দাদের উদ্যোগে সভা করা হয়েছিল।
উভয় সংসদ সদস্যই আশ্বস্ত করেছেন সেতুটি নির্মাণ করে দেবেন। প্রতি বছর দীর্ঘ ৩০০ মিটার দৈর্ঘ্য এ নদীতে বাঁশের সাঁকো নির্মাণ করতে খরচ হয় প্রায় লক্ষাধিক টাকা। এলাকাবাসী চাঁদা তুলে ব্যয়ভার বহন করেন নদীতে সেতু হলে মৌলভীবাজার-হবিগঞ্জ বাইপাস রাস্তা হিসেবে এটি ব্যবহার করা যাবে বলে মনে করছেন সচেতন মহল।
খলিলপুর ইউনিয়ন মৌলভীবাজার শহর থেকে ৩৫ কিলোমিটার দূরে থাকায় হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের আউশকান্দি বাজারে র.প স্কুল এবং কলেজ, সানফ্লাওয়ার জুনিয়র স্কুল,উলখান্দি এতিমখানা, আউশকান্দি উপস্বাস্থ্য কেন্দ্র, অরবিট হসপিটাল, কেয়ার ডায়াগনস্টিক সেন্টার, সৈয়দপুর ফাজিল মাদ্রাসা, ইয়াকুবিয়া হাফিজিয়া মাদ্রাসা, ব্যাংক ও বীমাসহ আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ এই সব প্রতিষ্ঠানের সঙ্গে স্বল্প সময়ে যোগাযোগ করা সুবিধাজনক থাকলেও সেতুর জন্য সুযোগ সুবিধা ভোগ করতে পারছেন না মৌলভীবাজার জেলার সিমান্তবর্তী এলাকার লোকজনেরা সেতু নির্মাণ হলে মুমূর্ষু রোগীদের কষ্ট করে ৩৫ কিলোমিটার দূরে মৌলভীবাজারে হাসপাতাল নিয়ে যেতে হবে না মাত্র ৮-১০ মিনিটেই নবীগঞ্জের হাসপাতাল গুলোর চিকিৎসা সেবা পেতে পারবেন ।
উপরোক্ত সমস্যা বিবেচনা করে উভয় জেলার সংশ্লিষ্ট জনপ্রনিধিনিদের কার্যকরী প্রদক্ষেপ নেয়ার জন্য অনুরোধ জানিয়েছেন ভুক্তভোগী লোকজন ।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj