ডেস্ক : চিত্রনায়ক সালমান শাহ ‘হত্যা মামলায়’ বাদীর নারাজি গ্রহণ করে র্যাবকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসেন নারাজির বিষয়ে শুনানি শেষে এ আদেশ দেন। আগামী ১২ এপ্রিলের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন বিচারক।
এর আগে ‘হত্যা মামলায়’ হত্যার অভিযোগ প্রমাণিত হয়নি বলে প্রকাশিত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি দাখিল করেন তার মা নীলা চৌধুরী।
সোমবার সকালে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসের আদালতে এই নারাজি দাখিল করা হয়। বাদীপক্ষে নারাজি দাখিল করেন অ্যাডভোকেট মাহফুজ মিয়া। পরে আদালতে নারাজি বিষয়ে শুনানি করা হয়।
আদালতে নারাজি দাখিলের বিষয়টি নিশ্চিত করেন প্রয়াত সালমান শাহের মা নীলা চৌধুরী। এ মামলাটি প্রসঙ্গে গত বছরের ২১ ডিসেম্বর সালমান শাহের মা নীলা চৌধুরী বলেছিলেন, ‘আমার ছেলে আত্মহত্যা করেনি। আমার ছেলে আত্মহত্যা করতে পারে না। অজ্ঞাতকারণে প্রকৃত সত্য আড়ালে থেকে যাচ্ছে। জুডিশিয়াল তদন্ত আমরা বিশ্বাস করি না। নারাজি দাখিল করবো।’
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj