নিজস্ব প্রতিনিধি: হবিগঞ্জে বাণিজ্য মেলা উদ্বোধন করা হয়েছে।
সোমবার বিকেলে হবিগঞ্জ শহরের সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে (নিউফিল্ড) মাস ব্যাপি কৃষি, শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন করেন সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির।
এমপি আবু জাহির বলেন, হবিগঞ্জ থেকে দেশের গ্যাস আর বিদ্যুতের সবছেয়ে বেশী সরবরাহ হচ্ছে। হবিগঞ্জে অনেক শিল্প-কারখানা গড়ে উঠছে। কিন্তু স্থানীয় উদ্যোক্তা সেইভাবে এগিয়ে আসছে না। ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে হবিগঞ্জের যে বিপুল সম্ভাবনা আছে সেগুলোকে কাজে লাগাতে পারলে আগামী প্রজন্ম একটি উন্নত বাংলাদেশে বসবাস করতে পারবে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুন নবী, চেম্বার প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা রফিক, চেম্বারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মিজানুর রহমান শামীম, জুনিয়র ভাইস প্রেসিডেন্ট দুলাল সূত্রধরসহ চেম্বার নেতৃবৃন্দ।
এর আগে সোমবার দুপুরে চেম্বার কার্যালয়ে সংবাদ সম্মেলনে চেম্বার প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলাম জানান, মাস ব্যাপি মেলায় ১০০টি স্টল অংশ গ্রহণ করছে। মেলায় বিভিন্ন স্থান থেকে স্টল এসেছে। বিভিন্ন হস্ত-শিল্প ও পণ্যের পাশাপাশি মেলায় বিনোদন ও খাবার স্টলেরও ব্যবস্থা রয়েছে। মেলায় প্রবেশ মূল্য নির্ধারন করা হয়েছে ১০ টাকা।
মেলা শেষে প্রবেশ টিকেটের উপর লটারির মাধ্যমে আকর্ষনীয় পুরেস্কার প্রদান করা হবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj