নিজস্ব প্রতিনিধি : দিন দিন বেড়েই চলছে ইয়াবা ব্যবসা,শহর থেকে এখন গ্রামে অবাধে চলছে ইয়াবার রমরমা বাণিজ্য, বেশ কিছুদিন ধরে হবিগঞ্জ সদর উপজেলার সুতাং বাজারে সর্বত্র ছড়িয়ে পড়ছে মরণ নেশা ইয়াবা।
অনেক ইয়াবা আশক্ত ব্যক্তি এটিকে আদর করে বাবা বলতেও শুনা যায়, ক্রমশ আতংকিত হচ্ছেন অভিবাবক মহল ও এলাকাবাসী।
নাম প্রকাশে অনিচ্ছুক সুতাং বাজারের এক ব্যাবসায়ী ও কয়েকজন অভিভাবক জানান,সন্ধ্যার পর থেকেই বিভিন্ন বাজারের পরিত্যাক্ত ভবনের পাশে, নির্জন মাঠে,বিভিন্ন প্রতিষ্ঠানের ভবনের ছাদে শুরু হয় ইয়াবা সেবন।মুঠো ফোনেই চলে ইয়াবা বিক্রি।
তারা নানা কৌশলে এসব ইয়াবা ছাত্রদের হাতে পৌঁছে দেন, অনেকেই বন্ধুদের আড্ডায় পড়ে ইয়াবা সেবনে আশক্ত হচ্ছে, মরণ নেশা ইয়াবার মারাত্মক ছোবলে আমাদের যুব সমাজ।
সুতাংয়ের বিভিন্ন জায়গায় খোঁজ নিয়ে জানা যায়, ইয়াবা বিস্তারের ভয়াবহতার চিত্র।
আগে নির্দিষ্ট কিছুস্থানে ইয়াবা বেচাকেনা হলেও এখন তা আর নির্দিষ্ট কোনো স্থানে নেই।‘কল অন ডেলিভারি’তে ইয়াবা মিলছে সর্বত্র।
সরজমিনে ঘুরে দেখা যায়, গত শনিবার(১৪ জানুয়ারী)সকাল ১১ টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সুতাং ব্রীজ নামক স্থানে ব্রীজের নিচে এবং সুতাং নদীর পাশে স্কুল, কলেজের শিক্ষার্থীরা অবাধে ইয়াবা সেবন করছে।
উল্লেখ্য, স্কুল, কলেজের শিক্ষার্থীরা স্কুল কলেজের নাম করে বাড়ি থেকে বের হয়ে শিক্ষা প্রতিষ্টানে না গিয়ে উক্ত স্পট গুলোতে মিলিত হয়।
এদিকে উঠতি বয়সি যুবসমাজ, স্কুল কলেজ পড়ুয়া ছাত্ররা দিন দিন এ মরণনেশা ইয়াবা ছোবলের দিকে ধাবিত হচ্ছে। ইয়াবা সেবনে আসক্ত হয়ে সমাজের বিভিন্ন পরিবারে পারিবারিক কলহ সৃষ্টি হচ্ছে দিনের পর দিন। এমনকি ঐতিহ্যবাহী যৌথ পরিবারগুলোতে দেখা দিয়েছে ভাঙ্গন।অনেকেই আবার মাদক সেবনের টাকা জোগাড় করতে না পেরে চুরি, ডাকাতি, ছিনতাই সহ বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ডে লিপ্ত হচ্ছে।
এতে করে অভিভাবক মহল ঐশী কান্ডের মত ঘটনার পুনরাবৃত্তির আশংকায় ভুগছেন।উক্ত বিষয়ে স্থানীয় প্রশাসন সহ সর্বস্তরের জনপ্রতিনিধিরা এখনই এগিয়ে না আসলে তা আরও ভয়াবহরূপ নিবে হবে মনে করছেন জনসাধারণ।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj