মোঃ রহমত আলী, হবিগঞ্জ থেকে ॥ হবিগঞ্জে হিন্দু সম্প্রদায়ের পৌষ সংক্রান্তিতে পইলে ঐতিহাসিক মাছের মেলায় রেকর্ড ছাড়িয়ে এবার প্রায় ১২ কোটি টাকার মাছ কেনা-বেচা হয়েছে। মেলায় সর্ববৃহত বাঘাইর মাছ বিক্রি হয় ৬০ হাজার টাকায়।
হবিগঞ্জ সদর উপজেলার পইল গ্রামে শনিবার (১৪ জানয়ারী) শুরু হয়েছে দিনব্যাপী ঐতিহাসিক পৌষ সংক্রান্তির মাছের মেলা। হিন্দু সম্প্রদায়ের পৌষ সংক্রান্তি উপলক্ষ্যে এর আয়োজন হলেও এ যেন সকল সমপ্রদায়ের এক মিলনমেলা ও প্রাণের উৎসব। ২শতাধিক বছরের পুরোনো এ মেলায় বিশেষত্ব হলো মাছের মেলা। মেলায় সবচেয়ে বড় বাগাইর মাছটির দাম হাঁকা হয়েছে ৯০ হাজার টাকা। এটি হবিগঞ্জ পৌর সভার উমেদনগর গ্রামের সমরাজ মিয়া বাগাইর মাছটি সংগ্রহ করে মেলায় তুলেন। বড় মাছটি দেখতে শত শত উৎসুক জনতা ভীড় জমায়। ৯০ হাজার টাকা হাঁকা হলেও বিক্রি হয়েছে ৬০ হাজার টাকায়। পইল গ্রামের মাছ ব্যবসায়ী মস্তুফা মিয়া জানান, গত বছরের ন্যায় এবার প্রায় তিনগুণ পরিমান মাছ বেশি মেলায় আমদানি হয়েছে। তিনি বলেন, মেলায় কয়েকশ ব্যবসায়ী ছোট-বড় প্রায় ২শ থেকে আড়াইশ মেট্রিক টন মাছ তারা তুলেছেন। মেলায় প্রতি কেজি ২শ টাকা থেকে ১২শ টাকা কেজিতে মাছ বিক্রি হচ্ছে। সে হিসেবে মাছের গড় মূল্য ৪শ টাকা হারে ধরে ওই পরিমাণ মাছের দাম ১০ থেকে ১২ কোটি টাকর বেশি হবে।
উল্লেখ্য যে, প্রায় ২শ বছর আগে থেকে প্রচলিত হবিগঞ্জ সদর উপজেলার পইল গ্রামের পরিত্যক্তা একটি দিঘীর মাঠে প্রতি বছরের ন্যায় এবারও শনিবার দিনব্যাপী পৌষ সংক্রান্তিতে এ মেলার আয়োজন করে স্থানীয় পইল ইউনিয়ন পরিষদ। মেলায় বি-বাড়িয়া, মৌলভীবাজার, সিলেট ও কিশোরগঞ্জসহ পার্শ্ববর্তী জেলা থেকে জেলেরা বড় বড় মাছ বিক্রি করতে এখানে আসেন। মেলায় এবার বাঘাইর, রুই, কাতলা, ঘাগট, বোয়াল, চিতল, কারপিউ, কালিবাউস, গ্রাসকার্পসহ নানা জাতের মাছ উঠেছে প্রচুর। এ ছাড়া এখানে ৫ হাজার টাকা থেকে ২০ হাজার টাকা মূল্যের অনেক মাছ বিক্রি হয়। এ মাছের মেলা উপলক্ষে সহস্রাধিক স্টলে ছিল শিশু-কিশোরদের উপচে পড়া ভীড়। মেলায় নাগরদোলাসহ শিশুদের বিনোদনের ছিল নানা আয়োজন। তবে এবার মাছের মেলায় কৃষিজ, গৃহস্থালী, প্রসাধনী সামগ্রী ও ফার্নিচার পণ্যের সমাহার ছিল লক্ষ্যনীয়। মেলায় হবিগঞ্জসহ পার্শ্ববর্তী এলাকার লোকজনের ভীড়ের জন্য কয়েক মাইল দূরে যানবাহন রেখে দর্শনার্থীদের আসতে হয়েছে।
মেলা উদযাপন কমিটির সভাপতি পইল ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ মঈনুল হক আরিফ জানান, উপ-মহাদেশের প্রখ্যাত বাগ্মিনেতা বিপীন পালের জন্মস্থান পইল গ্রামে। এই মাছের মেলা ২শ’ বছরের ঐতিহ্য লালন করছে। মেলা প্রেমি লোকেরা নিরাপদে যাতায়াত করতে পারে সে লক্ষে মেলা উদযাপন কমিটি সেচ্ছাসেবি বাহিনী নিয়োগ করেছে, কারো কোন অসুবিধা হবেনা। যুগ যুগ ধরে চলে আসা এ মেলাটি এলাকার সাধারণ মানুষের একটি প্রাণের উৎসব। শহরের উপকণ্ঠে অবস্থিত হলেও পইল গ্রামের সাথে আরো উন্নত যোগাযোগ গড়ে তোলা হবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj