নিজস্ব প্রতিনিধি: বিএনপির চেয়ারপার্সন ও সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন সদ্য কারামুক্ত বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মেয়র আলহাজ্ব জি কে গউছ।
মঙ্গলবার (১০ জানুয়ারী) রাতে বিএনপির চেয়ারপার্সনের ঢাকাস্থ গুলশান অফিসে ৩ শতাধিক নেতাকর্মীর বিশাল বহর নিয়ে তিনি এই ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়।
শুভেচ্ছা বিনিময়ের পর বেগম খালেদা জিয়া বলেন- জি কে গউছ হবিগঞ্জের অত্যান্ত জনপ্রিয় নেতা। গউছ মানুষের জন্য কাজ করে। জেল থেকে নির্বাচিত হয়ে গউছ এর প্রমাণ দিয়েছে। এ জন্যই তাকে এতদিন জেল কাটতে হয়েছে। তাকে অনেক নির্যাতন শয্য করতে হয়েছে। কারাগারে তাকে হত্যার চেষ্টা করা হয়েছে। বিএনপি ছাড়ার জন্য অনেক চাপ সৃষ্টি করা হয়েছে। কিন্তু গউছ সরকারের কাছে নথি স্বীকার করেনি।
খালেদা জিয়া বলেন- হবিগঞ্জে যারা বিএনপির রাজনীতি করে তাদেরকে গউছের মত জনপ্রিয় হতে হবে। ভবিষ্যতে বিএনপির নেতৃত্ব দেয়ার জন্য যোগ্যতা অর্জন করতে হবে। দলের নীতি আদর্শকে আকড়ে ধরতে হবে। মানুষের পাশে দাড়াতে হবে।
সাবেক ৩ বারের এই প্রধানমন্ত্রী আরো বলেন- হবিগঞ্জে ব্যাপক আন্দোলন হয়েছে। দলের নেতাকর্মীদেরকেও সরকারের জেল জুলুম নির্যাতন শয্য করতে হয়েছে। এখন দলকে সংগঠিত করতে হবে। যাদের বয়স হয়েছে, দলের জন্য কাজ করতে পারেন না, তাদেরকে সম্মানজনক জায়গায় রেখে সাহসি তরুণ নেতাদের দিয়ে কমিটি গঠন করতে হবে।
মনে রাখতে হবে, বিএনপির জনপ্রিয়তা আছে, মানুষের সমর্থন রয়েছে। মানুষ ভোট দিতে পারলেই বিএনপি ক্ষমতায় আসবে। এ জন্য নির্দলীয় সরকারের অধিনে নির্বাচন দিতে সরকারকে বাধ্য করতে হবে।
এরপূর্বে বেগম খালেদা জিয়ার কাছে ৭শ ৩৯ দিন কারাভোগের চিত্র তুলে ধরেন মেয়র জি কে গউছ। খালেদা জিয়ার উদ্দেশ্যে জি কে গউছ বলেন- আমি ২ বছরেরও অধিক সময় জেলে ছিলাম। কারাগারে আমাকে হত্যার চেষ্টা করা হয়েছে। আমার মেরুদন্ডে আঘাত করা হয়েছে। আমি আজ শারীরিকভাবে অসুস্থ্য। ম্যাডাম, আমি কারাগারে থাকা অবস্থায় দলীয় নেতাকর্মীরা অনেক আন্দোলন সংগ্রাম করেছে। আমার জন্য অনেকই জেলে কেটেছেন। পুলিশী নির্যাতন শয্য করতে হয়েছে। বহু মামলার আসামী হয়েছেন। ফেরারী জীবন কাটাতে হয়েছে। আমি তাদের ঋণ শোধ করতে পারব না।
জি কে গউছ বলেন- আমার দুঃসময়ে হবিগঞ্জবাসী আমাকে ৩য় বারের মত মেয়র নির্বাচিত করে নতুন জীবন দান করেছেন। মহান আল্লাহর দরবারে হাত তুলে আমার জন্য কেদেছেন। আমি সবার কাছে আমৃত্যু ঋণী হয়ে থাকব।
এ সময় বিএনপির মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর, সাবেক মন্ত্রী রুহুল কদ্দুস তালুকদার দুলু, মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমান, সাবেক এমপি নাজিম উদ্দিন শামছু, সাবেক এমপি শাম্মি আক্তার, নারায়নগঞ্জের এডভোকেট সাখাওয়াত হাসান উপস্থিত ছিলেন।
এছাড়াও হবিগঞ্জ জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদল, শ্রমিকদল, মহিলাদল, জাসাস ও জাসাদের ৩শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj