মনিরুল ইসলাম শামীম, বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: কেয়া চৌধুরী এমপি’র উদ্যোগে বাহুবলে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার সকালে জেলার বাহুবল উপজেলার মিরপুর আলিফ সোবহান চৌধুরী কলেজ প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার পূর্বে কেয়া চৌধুরী এমপি’র নেতৃত্বে কলেজ ক্যাম্পাসে নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আলিফ সোবহান চৌধুরী কলেজের শিক্ষকগণ, গভর্নিং সদস্য, মুক্তিযোদ্ধা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, আওয়ামীলীগ পরিবার, শব্দকরসহ বিভিন্ন সংগঠনের পক্ষ সাথে ফুলেরতোড়া দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
পরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি কেয়া চৌধুরী এমপি বলেন, আমি বঙ্গবন্ধু’র আদর্শের সৈনিক। বঙ্গবন্ধু’র রাজনৈতিক আদর্শকে ধারণ করে রাজনীতি করে যেতে চাই। আমি কৃতজ্ঞতা স্বীকার করছি আমার দেশের জীবন ত্যাগী, দেশের বীর সন্তান মুক্তিযোদ্ধাদের। যাদের ত্যাগে এ দেশ, এ মাটি আজ স্বাধীন হয়েছে।
তিনি বলেন, বাহুবলের মাটিতে বঙ্গবন্ধু’র মুড়্যাল (প্রতিকৃতি) স্থাপন করতে পেরে গর্ববোধ করছি। বঙ্গবন্ধু’র কন্যা জননেত্রী প্রধানমন্ত্রীর স্পেশাল বরাদ্দ হতে হবিগঞ্জ জেলার মাঝে একটি বড় শহীদ মিনার আলিফ সোবহান কলেজ ক্যাম্পাসে স্থাপন করতে পেরেছি। আমি উন্নয়নের রাজনীতি করি। আমি জনগণের উন্নয়ন করতে চাই।
সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রবীণ আওয়ামী নেতা ইব্রাহিম মুন্সী, উপজেলা আওয়ালীগ সহ-সভাপতি আসকার আলী, মিরপুর ইউপি চেয়ারম্যান সাইফুদ্দিন সহ মুক্তিযোদ্ধা নেতৃৃবৃন্দ। কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহবুবুর রহমানের সভাপতিত্বে ও প্রভাষক আপ্তাব উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় আলোচনায় অংশগ্রহণ করেন কলেজের অধ্যাপক মো: আইয়ূব আলী, অধ্যাপক সাদিকুর রহমান ও শিক্ষক এম সামছুদ্দিনসহ আরও অনেকে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj