ডেস্ক : বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের অবরোধ চলাকালে নিরাপত্তাজানিত কারণে রাত নয়টার পর আঞ্চলিক ও জাতীয় মহাসড়কে যাত্রীবাহী কোনো বাস চলবে না। রাত নয়টার মধ্যে যাত্রীবাহী বাস গন্তব্যে পৌঁছাবে। তবে দিনে ও রাতে নিয়মিত ট্রাক চলাচল করতে পারবে।
সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ সড়ক পরিবহন মালিকদের সঙ্গে বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
গত ৫ জানুয়ারির পর দেশের বিভিন্ন স্থানে মহাসড়কে পেট্রলবোমায় দগ্ধ হয়ে অনেকে প্রাণ হারান। এ পরিস্থিতিতে মহাসড়কে বাস চলচালের বিষয়ে রোববারও পরিবহন মালিকদের সঙ্গে বৈঠকে করেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
সোমবারের বৈঠক শেষে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, অব্যাহত নাশকতার কারণে জানমালের নিরাপত্তার কথা বিবেচনা করেই রাত নয়টার পর বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এটি সাময়িক ব্যবস্থা। যে কোনো সময় এ সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হতে পারে।
বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির মহাসচিব খন্দকার এনায়েতুল্ল্যা বলেন, নিরাপত্তার কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এখন থেকে যেসব বাস ছাড়বে তাদের রাত নয়টার মধ্যে গন্তব্য পৌঁছাতে হবে। তবে অভ্যন্তরীণ যেসব সড়ক-মহাসড়ক রয়েছে সেখানে রাত-দিন বাস-ট্রাক চলবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj