হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, রাজনীতিকে যারা এখনও রাজার নীতি মনে করে, তারা হারিয়ে যাচ্ছে। আর এটাই হওয়া উচিৎ। যারা জনগণের আমানতকে ভোগ বিলাসিতায় বিলিয়ে দেয় তারা প্রকৃত রাজনীতিবীদ নয়।
রাজনীতিকে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে জনগণের সেবা মনে করে আওয়ামী লীগ। আমি জনগণের সেবায় বিশ্বাসী, এটাই আমার রাজনীতি, যার সাক্ষি আপনারাই। যতদিন বেঁচে থাকবো ততদিন হবিগঞ্জ-লাখাইবাসীর সেবা করে যাবো সার্বক্ষণিক পাশে থাকবো।
রবিবার লাখাই উপজেলার সন্তোষপুর ও রাধানগর গ্রামে বিদ্যুৎতায়নের উদ্বোধন উপলক্ষে গ্রামবাসী আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মোড়াকরি ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হাজী ইছাহক মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর হুছাইন ও হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার ছোলায়মান মিয়া।
এছাড়াও উপস্থিত ছিলেন, মতিন মিয়া মাস্টার, শাহ্ রেজাউদ্দিন দুলদুল, নুরুজ্জামান মোল্লা, সালাহ উদ্দিন সুমন, মুড়িয়াউক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম মলাই, বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম, মোড়াকরি ইউনিয়ন আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক ও ফরহাদা স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ মোজাহিদ মিয়া, লাখাই ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আলমগীর মাহফুজ, আউয়াল মিয়া, বাহার মেম্বার প্রমুখ।
উল্লেখ্য, ৫শ’ মিটার স্থাপনের মাধ্যমে প্রায় ৪ কিলোমিটার লাইনে অর্ধকোটি টাকা ব্যয়ে এ বিদ্যুতায়নের লাইন স্থাপন করেন হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি।
একইদিন বিকালে সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির ফরদাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৬০ লাখ টাকা ব্যয়ে নব নির্মিত ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj