খন্দকার আলাউদ্দিন, চুনারুঘাট ॥ চুনারুঘাটের বিশিষ্ট সমাজসেবক ও দানবীর এবং জি.আর ফাউন্ডেশন ইউকে’র ফাউন্ডার চেয়ারম্যান মো. গিয়াস উদ্দিনের উদ্যোগে ওই উপজেলার বিভিন্ন অঞ্চলের ৩০ জন অসহায় রোগীর ছানী অপারেশন সম্পন্ন করেছেন। ওই সব রোগীরা এখন আগের মত চোখের দৃষ্টি ফিরে পেয়েছেন বলে রোগীরা জানিয়েছেন।
গত ৩০ ডিসেম্বর ১৬ইং জি.আর ফাউন্ডেশন ইউ,কে’র আত্মপ্রকাশ অনুষ্ঠানের চক্ষু শিশিবের প্রায় ৩’শ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়। এর মধ্যে ডাক্তারগন পরিক্ষা-নিরিক্ষা শেষে ৩০ জন রোগীর চোখের অপারেশনরে জন্য বাচাই করেন। পরে ওই দিন রাতে চুনারুঘাট চক্ষু হাসপতালের ডাক্তার চক্ষু রোগ বিশেষষ্ণ ও ফ্যাকো সার্জন এবং কর্র্নিয়া স্প্যাশালিস্ট ডাক্তার মো. মোন্তাকিম সাহিদ এর তত্ত্বাবধায়নে অপারেশন করেন। পরের দিন ৩১ ডিসেম্বর শনিবার সকালে অপারেশনের পববর্তী প্রয়োজনীয় ঔষধ দিয়ে রোগীদের বাড়িতে প্রেরণ করা হয়।
চক্ষু শিবিরে উপস্থিত ছিলেন- সাংবাদিক খন্দকার আলাউদ্দিন ও রায়হান আহমেদ, গিয়াস উদ্দিনের পুত্র জায়হান, চক্ষু হাসপাতালের ডাক্তার আসরাফুজ্জামান জুবেদ, ডাক্তার মোস্তাফিজুর রহমান শাওন, চুনারুঘাট চক্ষু হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর মামুনুর রশিদ মামুনসহ হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী।
মো. গিয়াস উদ্দিন চক্ষু শিশির ব্যাপারে এ প্রতিবেদককে বলেন-আমার বাবা মানুষের সেবায় কাজ করে গেছেন। এরই ধারাবাহিকতায় বাবার পরে পরিবারের অভিভাবক হিসেবে আমি বর্তমানে সমাজের অসহায় মানুষের জন্য কাজ করে যাচ্ছি। আমার ইচ্ছা প্রতিবছর বিনা মূল্যে এই চক্ষু শিবির করে যাওয়া।
আর তা বাস্তবায়ন করবে আমার নিজস্ব অর্থে পরিচালিত জি.আর ফাউন্ডেশন ইউ,কে (গিয়াস-রিজিয়া ফাউন্ডেশন)। আমি এক সময় না থাকলেও ওই ফাউন্ডেশনের মাধ্যমে সমাজসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj